দু’দশক পর কাশ্মীরের বুকে ফিরে এল সেই রক্তাক্ত স্মৃতি...

Last Updated:
#কাশ্মীর:  দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি ৷ পুলওয়ামাতে জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ ৷ তার বদলা নিতে সার্জিকাল স্ট্রাইক করে ভারতের বায়ুসেনা ৷ এরপর ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তান ৷ শহিদ হন একাধিক সিআরপিএফ জওয়ান ৷ সবমিলিয়ে উপত্যকার পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ ৷
২০০০ সালে জইশ-এ-মহম্মদ তৈরি করেন মৌলানা মাসুদ আজাহার পরের বছরেই দুটি বড়সড় হামলা। প্রথমে ২০০১ সালের ১ অক্টোবর। শ্রীনগরে জম্মু-কাশ্মীরের বিধানসভা ভবনে হামলা চালায় জইশের জঙ্গিরা। আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে ভূস্বর্গ। প্রাণ হারান ৩৮জন। এর কিছু দিন পরেই, ১৩ ডিসেম্বর আবার কাশ্মীরকে রক্তাক্ত করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জম্মু-কাশ্মীর বিধানসভার পরে এবার হামলা একেবারে রাজধানীর বুকে, সংসদে। সংসদ হামলারও অন্যতম প্রধান চক্রী ছিলেন জইশের মাথা মৌলানা মাসুদ আজহার। প্রায় দু’দশক পর ভূস্বর্গে আবারও ফিরে এল সেই রক্তাক্ত স্মৃতি ৷ ফেব্রুয়ারি মাসে চারটি এনকাউন্টারে একাধিক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী ৷ শহিদ হয়েছেন প্রায় ৭ জন সিআরপিএফ জওয়ান ৷ আহত হয়েছেন একাধিক সিআরপিএফ জওয়ান ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারাও ৷ এছাড়াও রন্তিপোড়, রাজৌরি সেক্টরে জঙ্গি হামলা প্রাণ কেড়েছে সেনা জওয়ানদের ৷
advertisement
j&k
advertisement
গত দু’মাসে ভূস্বর্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন ৷ যেখানে জানুয়ারি মাসে প্রাণ হারিয়েছিলেন মাত্র ২ জন সিআরপিএফ জওয়ান ৷ পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে ২০১৮ সালে ৯৫ জন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন ৷ ২০১৪ সালে শহিদ হয়েছিলেন ৪১জন জওয়ান এবং ২০১৫ সালে ৪৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ তবে, এবার চলতি বছরে শুধু ফেব্রুয়ারি মাসেই মৃত্যু হয়েছে ৪৯ জন সেনা জওয়ানের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দু’দশক পর কাশ্মীরের বুকে ফিরে এল সেই রক্তাক্ত স্মৃতি...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement