#দিল্লি: শরদ পাওয়ারের পর এবার ফারুক আবদুল্লাহ৷ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হতে চান না বলে জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ফারুক আবদুল্লাহ যুক্তি দিয়েছেন, এই মুহূর্তে জম্মু কাশ্মীর কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই এই কঠিন সময়ে তিনি জম্মু কাশ্মীরে আরও বেশি করে সময় দিতে চান বলে দাবি করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷
তবে বিরোধীদের সম্মিলিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷ এ দিন বিবৃতি জারি করে ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, 'মমতাদিদি আমার নাম প্রস্তাব করার পর আমি বিরোধী পক্ষের একাধিক নেতার ফোন পেয়েছি৷ রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে তাঁরা আমাকে সমর্থন করতে তৈরি বলে জানিয়েছেন৷' তা পরেই এই প্রস্তাব নিয়ে তিনি নিজের দলের সিনিয়র সদস্য এবং পরিারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷
'দেশের সর্বোচ্চ পদের জন্য আমার নাম বিবেচনা করে আমাকে যে সম্মান এবং সমর্থন সবাই জানিয়েছে,তা আমাকে গভীর ভাবে ছুঁয়ে গিয়েেছ৷ আমি মনে করি এই মুহূর্তে জম্মু কাশ্মীর কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই এই অনিশ্চিত সময়ে সঠিক দিশা দেখাতে আমার আরও চেষ্টা করা প্রয়োজন বলেই মনে করছি৷' ফারুক আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সক্রিয় রাজনীতিতে তাঁর আরও অনেক কিছু দেওয়ার আছে বলেই তিনি মনে করেন৷ তিনি জম্মু কাশ্মীরের মানুষ এবং দেশের সেবায় আরও ইতিবাচক ভূমিকা নিতে চান বলেও জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷
এনসিপি প্রধান শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি না হওয়ার পরই ফারুক আবদুল্লাহার নাম প্রস্তাব করা হয়েছিল৷ এ ছাড়াও মহাত্মা গান্ধির নাতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নামও বিরোধীদের বিবেচনায় রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farooq Abdullah