Farooq Abdullah: রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে নেই, মমতাকে ধন্যবাদ দিয়ে কারণ জানালেন ফারুক আবদুল্লাহ

Last Updated:

বিরোধীদের সম্মিলিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷

রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে নেই ফারুক আবদুল্লাহ৷
রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে নেই ফারুক আবদুল্লাহ৷
#দিল্লি: শরদ পাওয়ারের পর এবার ফারুক আবদুল্লাহ৷ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হতে চান না বলে জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ফারুক আবদুল্লাহ যুক্তি দিয়েছেন, এই মুহূর্তে জম্মু কাশ্মীর কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই এই কঠিন সময়ে তিনি জম্মু কাশ্মীরে আরও বেশি করে সময় দিতে চান বলে দাবি করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷
তবে বিরোধীদের সম্মিলিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷ এ দিন বিবৃতি জারি করে ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, 'মমতাদিদি আমার নাম প্রস্তাব করার পর আমি বিরোধী পক্ষের একাধিক নেতার ফোন পেয়েছি৷ রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে তাঁরা আমাকে সমর্থন করতে তৈরি বলে জানিয়েছেন৷' তা পরেই এই প্রস্তাব নিয়ে তিনি নিজের দলের সিনিয়র সদস্য এবং পরিারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷
advertisement
advertisement
'দেশের সর্বোচ্চ পদের জন্য আমার নাম বিবেচনা করে আমাকে যে সম্মান এবং সমর্থন সবাই জানিয়েছে,তা আমাকে গভীর ভাবে ছুঁয়ে গিয়েেছ৷ আমি মনে করি এই মুহূর্তে জম্মু কাশ্মীর কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই এই অনিশ্চিত সময়ে সঠিক দিশা দেখাতে আমার আরও চেষ্টা করা প্রয়োজন বলেই মনে করছি৷' ফারুক আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সক্রিয় রাজনীতিতে তাঁর আরও অনেক কিছু দেওয়ার আছে বলেই তিনি মনে করেন৷ তিনি জম্মু কাশ্মীরের মানুষ এবং দেশের সেবায় আরও ইতিবাচক ভূমিকা নিতে চান বলেও জানিয়েছেন ফারুক আবদুল্লাহ৷
advertisement
এনসিপি প্রধান শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি না হওয়ার পরই ফারুক আবদুল্লাহার নাম প্রস্তাব করা হয়েছিল৷ এ ছাড়াও মহাত্মা গান্ধির নাতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নামও বিরোধীদের বিবেচনায় রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Farooq Abdullah: রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে নেই, মমতাকে ধন্যবাদ দিয়ে কারণ জানালেন ফারুক আবদুল্লাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement