Farmers protest: কৃষক মিছিলে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ! আহত অন্তত ৮, আপাতত পিছু হঠলেন আন্দোলনকারীরা

Last Updated:

Farmers protest: হরিয়ানার শম্ভু সীমান্তে বাধা পেয়ে ফিরে গেলেন আন্দোলনকারীরা। রবিবার কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন বহু মানুষ। কাঁদানে গ্যাসের সামনে প্রতিরোধের মুখে পড়েন সাধারণ মানুষ।

পিছু হঠলেন কৃষকরা।
পিছু হঠলেন কৃষকরা।
নয়াদিল্লি: হরিয়ানার শম্ভু সীমান্তে বাধা পেয়ে ফিরে গেলেন আন্দোলনকারীরা। রবিবার কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন বহু মানুষ। পঞ্জাব থেকে হরিয়ানার দিকে অগ্রসর হচ্ছিলেন আন্দোলনকারীরা। এর পরেই শম্ভু সীমানায় প্রতিরোধের মুখে পড়েন।
এই প্রসঙ্গে পঞ্জাবের কৃষক নেতা সারওয়ান সিং পন্ধর জানান, কাঁদানে গ্যাসের জেরে অন্তত ৮ জন আন্দোলনকারী আহত হয়েছেন। একজনকে তার মধ্যে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা জাঠা কর্মসূচি স্থগিত করেছি”।
advertisement
advertisement
কৃষক আন্দোলেনর পরবর্তী কর্মসূচি সম্পর্কে পঞ্জাবের এই কৃষক নেতা জানান, কৃষকদের দুই সংগঠন কিসান মজদুর মোর্চা এবং সমযুক কিসান মোর্চা আলোচনা করেই কৃষক আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতি স্থির করবে। রবিবার কৃষকরা জোট বেধে স্থির কর্মসূচি অনুযায়ী আন্দোলন করছিলেন। সেই সময়ে শম্ভু সীমানায় পৌঁছনোর পরপরই প্রবল প্রতিরোধের মুখে পড়েন আন্দোলনকারীরা।
advertisement
কৃষকদের দিকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এর জেরেই আটকে যান কৃষকরা। হরিয়ানার নিরাপত্তারক্ষীরা আর এগোতে দেননি কৃষকদের। কাঁদানে গ্যাসের মুখে পড়ে রীতিমতো হাঁসফাস অবস্থা হয় অনেক আন্দোলনকারীর। ফসলের উপর ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতার দাবিতে প্রতিবাদে অংশ নিয়েছিলেন কৃষকরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers protest: কৃষক মিছিলে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ! আহত অন্তত ৮, আপাতত পিছু হঠলেন আন্দোলনকারীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement