কৃষি বিলগুলি ২১ শতকের ভারতের প্রয়োজন, বিরোধীরা কৃষকদের মিথ্যে কথা বলছেন: মোদি

Last Updated:

বিরোধীদের একহাত নিয়ে মোদি বলেন, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে বলে কিছু মানুষ ভয় পাচ্ছে৷ তাই কৃষকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করার চেষ্টা করছে৷

#নয়াদিল্লি: প্রস্তাবিত কৃষি বিলগুলি নিয়ে যখন উত্তাল সংসদ, কৃষকরা দেশজুড়ে আন্দোলন করছেন, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছেন প্রতিবাদে, তখন বিলের স্বপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য, এই বিলগুলি ঐতিহাসিক৷ দেশের কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের জন্য অত্যন্ত জরুরি এই বিলগুলি৷ বিরোধীদের একহাত নিয়ে মোদি বলেন, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে বলে কিছু মানুষ ভয় পাচ্ছে৷ তাই কৃষকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করার চেষ্টা করছে৷
মোদির কথায়, 'কৃষি ক্ষেত্রে এই ঐতিহাসিক পরিবর্তনে কিছু মানুষ ভয় পাচ্ছেন, ক্ষমতা হাতের বাইরে চলে যাবে৷ তাই ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে চাষিদের ভুল পথে চালিত করছে৷' বিহারে একটি জাতীয় সড়কের শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও বার্তায় কৃষি বিল ইস্যুতে একথা বলেন মোদি৷
কৃষি মণ্ডি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ৫-৬ বছরে, সরকার ক্রমাগত চেষ্টা করেছে কৃষি মণ্ডিকে আরও উন্নত ও অত্যাধুনিক করার৷ তার জন্য কম্পিউটারাইজেশন করা হয়েছে মণ্ডিগুলির৷ যারা বলছে, কৃষি ক্ষেত্রে নয়া সংস্কারে কৃষি মণ্ডিগুলি বিপদের মুখে পড়বে, তারা কৃষকদের মিথ্যে কথা বলছে৷ কৃষকদের হাত বাঁধা৷ তাই কৃষকদের দুর্বলতার সুযোগ নেয় কিছু স্বার্থন্বেষী মানুষ৷ তাই এই বিল আনা জরুরি ছিল৷'
advertisement
advertisement
ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল ২০২০ ও ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল, ২০২০ প্রবল অশান্তির মধ্যে রবিবার রাজ্যসভায় পাশ হয়েছে৷ লোকসভা তার আগেই পাশ হয়েছিল৷
প্রতিবাদে সরব চাষিরা জানাচ্ছেন, এই তিন বিলের ফলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষীগত হয়ে যাবে৷ আর্থিক ভাবে বিপর্যয়ের মুখে পড়বে চাষিরা৷ অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির জাতীয় আহ্বায়ক ভিএম সিংয়ের কথায়, 'আমরা দেশজুড়ে সব কৃষককে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিয়েছি৷ সরকার দাবি করছে, এই বিলগুলির জন্য কৃষকরা খুশি, কিন্তু আসলে আমরা ভয়ে রয়েছি, এখন যাও বা একটু নূন্যতম সহায়ক মূল্য পাই, এ বার তাও জুটবে না৷ কৃষি ব্যবস্থাটাই কর্পোরেটদের হাতে চলে যাবে৷'
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষি বিলগুলি ২১ শতকের ভারতের প্রয়োজন, বিরোধীরা কৃষকদের মিথ্যে কথা বলছেন: মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement