হাসপাতাল দেয়নি অ্যাম্বুল্যান্স, কাঁধে করেই নাতনির মৃতদেহ নিয়ে ফিরলেন দাদু !
Last Updated:
সরকারি হাসপাতালের বেহাল দৃশ্যটা ফের চোখে পড়ল ৷
#নয়াদিল্লি: সরকারি হাসপাতালের বেহাল দৃশ্যটা ফের চোখে পড়ল ৷ অসুস্থ শিশুর চিকিৎসা করতে তো ব্যর্থই ডাক্তাররা ৷ উল্টে ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু হল শিশুর ৷ এরপরেও অবশ্য কোনও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের ৷ মৃত নাতনির মৃতদেহ হাসপাতাল থেকে কাঁধে করে বাড়ি নিয়ে যেতে বল দাদুকে ৷ কারণ নূন্যতম একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে উঠতে পারল না হাসপাতাল ৷ লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির খুব কাছে ফরিদাবাদ শহরের এক সিভিল হাসপাতালে !
পরিবারের দাবি জ্বর বাড়তে থাকায় নাতনিকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেছিলেন তাঁরা ৷ কিন্তু পয়সার অভাবে শেষপর্যন্ত এই হাসপাতালে নিয়ে আসেন ৷ কিন্তু সেখানে নাতনির কোনও চিকিৎসাই করা হয়নি বলে দাবি মৃতের পরিবারের ৷ শেষপর্যন্ত আজ, শুক্রবার সকালে মৃত্যু হয় শিশু কন্যাটির ৷ টাকার অভাবে নূন্যতম একটা অ্যাম্বুল্যান্সও দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তাই বাধ্য হয়ে কাঁধে করেই নাতনির দেহ নিয়ে ফেরেন দাদু ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2017 9:04 PM IST