প্রয়াত জাতীয় টেলিভিশনের পরিচিত মুখ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নীলম শর্মা
Last Updated:
গত ৮ মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে নারীশক্তি সম্মানে ভূষিত করেছেন
#নয়াদিল্লি: দূরদর্শনের জনপ্রিয় সঞ্চালক নিলম শর্মার মৃত্যু হয়েছে ৷ শনিবার দূরদর্শন সূত্রে জানা গিয়েছে ৷ দূরদর্শনের এক আধিকারিক জানিয়েছেন বহুদিন ধরেই তিনি ক্যন্সারে আক্রান্ত ছিলেন ৷ শনিবার সন্ধে ৬টায় নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য হবে ৷
#DDNews की वरिष्ठ एंकर @NeelumSharma का असामयिक निधन, 'नारी शक्ति' सम्मान सहित कई पुरस्कारों से सम्मानित नीलम शर्मा ने अपने 20 वर्षों से भी अधिक के सेवाकाल में 'तेजस्विनी' से लेकर 'बड़ी चर्चा' आदि कई लोकप्रिय कार्यक्रमों का संचालन किया. दूरदर्शन परिवार की ओर से विनम्र श्रद्धांजलि pic.twitter.com/jUp9PgDk2b
— दूरदर्शन न्यूज़ (@DDNewsHindi) August 17, 2019
advertisement
advertisement
নীলম শর্মা দূরদর্শনের এক পরিচিত মুখ নীলম শর্মা ৷ ১৯৯৫ সালে নিজের কেরিয়ার দূরদর্শন কেন্দ্র দিল্লিতে শুরু করেছিলেন ৷ ২০ বছরের ঝকঝকে কেরিয়ারে বহুবার দুর্দান্ত উপস্থাপনার জন্য বারেবারে তিনি চর্চায় এসেছেন ৷
তিনি সমাজের কাছে একটি রোল মডেল ছিলেন ৷ অনেক ক্ষেত্রেই বিশেষ মহিলাদের উপলব্দি শেয়ার করেছেন তিনি ৷ বেশ কিছু মিডিয়ায় ফ্যাকালটি হিসাবে কাজ করেছেন ৷ গত ৮ মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে নারীশক্তি সম্মানে ভূষিত করেছেন ৷ নারীশক্তি পুরস্কার মহিলাদের উপলব্ধি ও যোগদানের বিশেষ গুরুত্ব হিলাবে সর্বোচ্চ নাগরিক পুরস্কারও বটে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2019 5:47 PM IST