হোম /খবর /দেশ /
আন্ডারপাসের নীচের জমা জলে মৃত্যু তরুণী প্রযুক্তি কর্মীর! মর্মান্তিক ঘটনা

Infosys Techie Drowns | Bengaluru: আন্ডারপাসের নীচের জমা জলে মৃত্যু তরুণী প্রযুক্তি কর্মীর! বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা

খবর পেয়েই হাসপাতালে পৌঁছন কর্ণাটকের নব নির্বাচিক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

বেঙ্গালুরু: বয়স মাত্র ২২ বছর৷ এই কিছুদিন আগেই তো চাকরিতে যোগ দিয়েছিল৷ সেই সুখের দিনও বেশিদিন ভোগ করতে পারলেন না৷ আন্ডারপাসের নীচে জমা জলে গাড়ি আটকে যাওয়ায় প্রাণ হারালেন বেঙ্গালুরুর এই তথ্য প্রযুক্তি কর্মী৷

নাম, ভানুরেখা৷ রবিবার পরিবারের আরও ৫ সদস্যের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ভানু৷ কিন্তু, কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টি৷ ভারী বৃষ্টিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একাধিক রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ৷ বিধান সৌধের কাছে থাকা কে আর সার্কেল আন্ডারপাসও ছিল সেই রকমই একটি জায়গা৷

আরও পড়ুন: পুরীর ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড! আরেকটু হলেই ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা, আতঙ্কে কাঁটা যাত্রীরা

সেই আন্ডারপাসেও গলা পর্যন্ত জমে গিয়েছিল জল৷ আর সেখানেই আটকে যায় ভানুদের গাড়ি৷ ধীরে ধীরে গলা পর্যন্ত উঠে আসে বৃষ্টির নোংরা জমা জল৷

আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত খবর দেয় প্রশাসনকে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অন্য আপৎকালীন বাহিনীর দল৷ দড়ি দিয়ে বেঁধে, টেনে, জল ঠেলে আন্ডারপাসের নীচ থেকে বের করে নিয়ে আসা হয় ভানুদের গাড়িটিকে৷ দ্রুত ভানু সহ তাঁর পরিবারের ৫ জনকে সেন্ট মার্থা হাসপাতালেও ভর্তি করানো হয়৷ কিন্তু, ভানুরেখাকে দেখা মাত্র মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

আরও পড়ুন: ২০০০ টাকার নোট বদলাতে হলে কি লাগবে পরিচয়পত্র? থাকছে কী কী নিয়ম? বিস্তারিত জানিয়ে দিল SBI

খবর পেয়েই হাসপাতালে পৌঁছন কর্ণাটকের নব নির্বাচিক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Bengaluru