বেঙ্গালুরু: বয়স মাত্র ২২ বছর৷ এই কিছুদিন আগেই তো চাকরিতে যোগ দিয়েছিল৷ সেই সুখের দিনও বেশিদিন ভোগ করতে পারলেন না৷ আন্ডারপাসের নীচে জমা জলে গাড়ি আটকে যাওয়ায় প্রাণ হারালেন বেঙ্গালুরুর এই তথ্য প্রযুক্তি কর্মী৷
নাম, ভানুরেখা৷ রবিবার পরিবারের আরও ৫ সদস্যের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ভানু৷ কিন্তু, কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টি৷ ভারী বৃষ্টিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একাধিক রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ৷ বিধান সৌধের কাছে থাকা কে আর সার্কেল আন্ডারপাসও ছিল সেই রকমই একটি জায়গা৷
আরও পড়ুন: পুরীর ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড! আরেকটু হলেই ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা, আতঙ্কে কাঁটা যাত্রীরা
সেই আন্ডারপাসেও গলা পর্যন্ত জমে গিয়েছিল জল৷ আর সেখানেই আটকে যায় ভানুদের গাড়ি৷ ধীরে ধীরে গলা পর্যন্ত উঠে আসে বৃষ্টির নোংরা জমা জল৷
ಮುಖ್ಯಮಂತ್ರಿ @siddaramaiah ಅವರು ಸೇಂಟ್ ಮಾರ್ಥಾಸ್ ಆಸ್ಪತ್ರೆಗೆ ಭೇಟಿನೀಡಿ ಬೆಂಗಳೂರಿನ ಕೆ.ಆರ್.ವೃತ್ತದ ಅಂಡರ್ ಪಾಸ್ ಬಳಿ ಮಳೆ ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿ ಸಾವನ್ನಪ್ಪಿದ 23 ವರ್ಷದ ಭಾನುರೇಖಾ ಅವರ ಕುಟುಂಬದವರನ್ನು ಭೇಟಿಮಾಡಿ ಸಾಂತ್ವನ ಹೇಳಿದರು.
ಇದೇ ವೇಳೆ ದುರ್ಘಟನೆಯಲ್ಲಿ ಸಾವನ್ನಪ್ಪಿದ ಯುವತಿಯ ಕುಟುಂಬಕ್ಕೆ ರೂ. 5 ಲಕ್ಷ ಪರಿಹಾರ ಹಾಗೂ… pic.twitter.com/RH9QzjQpij— CM of Karnataka (@CMofKarnataka) May 21, 2023
আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত খবর দেয় প্রশাসনকে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অন্য আপৎকালীন বাহিনীর দল৷ দড়ি দিয়ে বেঁধে, টেনে, জল ঠেলে আন্ডারপাসের নীচ থেকে বের করে নিয়ে আসা হয় ভানুদের গাড়িটিকে৷ দ্রুত ভানু সহ তাঁর পরিবারের ৫ জনকে সেন্ট মার্থা হাসপাতালেও ভর্তি করানো হয়৷ কিন্তু, ভানুরেখাকে দেখা মাত্র মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
খবর পেয়েই হাসপাতালে পৌঁছন কর্ণাটকের নব নির্বাচিক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru