#আবু ধাবি: প্রিয়জনের মৃত্যুতে এমনিই বিধ্বস্ত পরিবার । এবার তার সাথে বদলে গেল মৃতদেহও । এমন ঘটনাই ঘটেছে কেরালাতে ।
কেরালার বাসিন্দা, ২৯ বছরের নিধিন কোট্টারন সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত ছিলেন । ৫ জুলাই হঠাৎই মৃত্যু হয় তাঁর । তাঁরই মৃতদেহ দেশে ফেরত পাঠানোর পরে তা নিতে আসেন তাঁর পরিবার । কিন্তু কফিনে নিধিনের জায়গায় তামিলনাড়ুর বাসিন্দা কামাৎচি কৃষ্ণনের মৃতদেহ ছিল । ৭ জুলাই আমিরশাহিতেই মৃত্যু হয় কৃষ্ণনের । দুজনের মৃত্যুর কারণ যদিও এখনো স্পষ্ট নয় । প্রায় দুদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হওয়া সত্ত্বেও মৃতদেহ বদলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ নিধিনের পরিবার ।
ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি কীভাবে ঘটল তাঁরা জানেন না । দুটি পরিবারকেই সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তাঁরা । কৃষ্ণনের দেহটি বর্তমানে নিধিনের জন্মস্থান ওয়ানাডের একটি সরকারি হাসপাতালে আছে । পরে তা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।
আরও পড়ুন: অ্যাপ ক্যাবে ফের যাত্রী হেনস্থা ! ঘুসি মেরে যাত্রীর নাক ফাটাল চালক
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে রঞ্জন দত্ত জানিয়েছেন একই দিনে একটি দেহ কালিকট ও অপর দেহটি চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তার ফলেই এই ভুলটি হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abu Dhabi, Air India, Body mix up, Calicut, Kerala, Tamilnadu