আবুধাবিতে কেরলের যুবকের মৃত্যু, ভুল মৃতদেহ পেল পরিবার

Last Updated:

ভুল মৃতদেহ পেল কেরালার যুবকের পরিবার ।

#আবু ধাবি: প্রিয়জনের মৃত্যুতে এমনিই বিধ্বস্ত পরিবার । এবার তার সাথে বদলে গেল মৃতদেহও । এমন ঘটনাই ঘটেছে কেরালাতে ।
কেরালার বাসিন্দা, ২৯ বছরের নিধিন কোট্টারন সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত ছিলেন । ৫ জুলাই হঠাৎই মৃত্যু হয় তাঁর । তাঁরই মৃতদেহ দেশে ফেরত পাঠানোর পরে তা নিতে আসেন তাঁর পরিবার । কিন্তু কফিনে নিধিনের জায়গায় তামিলনাড়ুর বাসিন্দা কামাৎচি কৃষ্ণনের মৃতদেহ ছিল । ৭ জুলাই আমিরশাহিতেই মৃত্যু হয় কৃষ্ণনের । দুজনের মৃত্যুর কারণ যদিও এখনো স্পষ্ট নয় । প্রায় দুদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হওয়া সত্ত্বেও মৃতদেহ বদলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ নিধিনের পরিবার ।
advertisement
ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি কীভাবে ঘটল তাঁরা জানেন না । দুটি পরিবারকেই সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তাঁরা । কৃষ্ণনের দেহটি বর্তমানে নিধিনের জন্মস্থান ওয়ানাডের একটি সরকারি হাসপাতালে আছে । পরে তা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।
advertisement
আরও পড়ুন: অ্যাপ ক্যাবে ফের যাত্রী হেনস্থা ! ঘুসি মেরে যাত্রীর নাক ফাটাল চালক
advertisement
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে রঞ্জন দত্ত জানিয়েছেন একই দিনে একটি দেহ কালিকট ও অপর দেহটি চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তার ফলেই এই ভুলটি হয়েছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
আবুধাবিতে কেরলের যুবকের মৃত্যু, ভুল মৃতদেহ পেল পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement