#পটনা: সম্ভাবনা প্রবল ছিল৷ কিন্তু বিহারে শেষ পর্যন্ত যদি নীতীশই মুখ্যমন্ত্রী হন, তাহলে কংগ্রেসকে দুষতেই পারেন তেজস্বী যাদব৷ কারণ নির্বাচনের ময়দানে ফের একবার কংগ্রেসের মহা ব্যর্থতাতেই ক্ষমতা দখল করা হল না মহাজোটের৷ ভোট গণনার ফলাফল অন্তত সেরকমটাই বলছে৷বিহারে একক বৃহত্তম দল হওয়ার লড়াইয়ে প্রবল ভাবে রয়েছে আরজেডি৷
২৪৩টি আসনের মধ্যে ১৪৪টিতে লড়েছিল তেজস্বী যাদবের দল৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবে হলেও ২৯টি আসনে লড়ে প্রায় ৫০ শতাংশের মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাম দলগুলির৷ কিন্তু কংগ্রেস থেকে গেল কংগ্রেসেই৷ ৭০টি আসনে লড়ে মাত্র গোটা কুড়ি আসনে জয়ের দাবিদার তারা৷ আর এখানেই অনেকটা পিছিয়ে পড়ে মহাজোট৷ তেজস্বীর কাঁধে ভর করেও বিহারে ভাল ফল করতে ব্যর্থ তারা৷ যার পরিণাম, শেষ পর্যন্ত লড়াই করেও এ যাত্রায় তেজস্বীর আর মুখ্যমন্ত্রী হওয়া হল না৷
ভোটে হারের মুখে দাঁড়িয়ে যথারীতি ইভিএম-এ কারচুপির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ কিন্তু কেন বার বার একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে দল, কেন আঞ্চলিক দলগুলির ভরসায় থেকেও ভোটের অঙ্কে বিজেপি-র বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ তারা গড়ে তুলতে পারছে না, তা বোধহয় ভেবে দেখার সময় এসেছে রাহুল, সনিয়া গান্ধিদের৷ মহাজোটের লড়াইয়ে আরজেডি-এর সাফল্যের কথা যতটা আলোচনা হচ্ছে, ততটাই কংগ্রেসের ব্যর্থতার ছবিও প্রকট হচ্ছে৷ কংগ্রেস আর একটু ভাল ফল করলে বিহারে মোদি ম্যাজিকও ফিকে করে দেওয়া যেত, এ কথা ভেবে হাত কামড়াতেই পারেন আরজেডি সমর্থকরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Election 2020, Bihar Election Result 2020, BJP, Congress, NDA, RJD