Bihar Election 2020: লড়ল আরজেডি, সফল বামেরাও! মহাজোটকে ডোবাল সেই কংগ্রেস

Last Updated:

কংগ্রেস থেকে গেল কংগ্রেসেই৷ ৭০টি আসনে লড়ে মাত্র গোটা কুড়ি আসনে জয়ের দাবিদার তারা৷

#পটনা: সম্ভাবনা প্রবল ছিল৷ কিন্তু বিহারে শেষ পর্যন্ত যদি নীতীশই মুখ্যমন্ত্রী হন, তাহলে কংগ্রেসকে দুষতেই পারেন তেজস্বী যাদব৷ কারণ নির্বাচনের ময়দানে ফের একবার কংগ্রেসের মহা ব্যর্থতাতেই ক্ষমতা দখল করা হল না মহাজোটের৷ ভোট গণনার ফলাফল অন্তত সেরকমটাই বলছে৷
বিহারে একক বৃহত্তম দল হওয়ার লড়াইয়ে প্রবল ভাবে রয়েছে আরজেডি৷
২৪৩টি আসনের মধ্যে ১৪৪টিতে লড়েছিল তেজস্বী যাদবের দল৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবে হলেও ২৯টি আসনে লড়ে প্রায় ৫০ শতাংশের মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাম দলগুলির৷ কিন্তু কংগ্রেস থেকে গেল কংগ্রেসেই৷ ৭০টি আসনে লড়ে মাত্র গোটা কুড়ি আসনে জয়ের দাবিদার তারা৷ আর এখানেই অনেকটা পিছিয়ে পড়ে মহাজোট৷ তেজস্বীর কাঁধে ভর করেও বিহারে ভাল ফল করতে ব্যর্থ তারা৷ যার পরিণাম, শেষ পর্যন্ত লড়াই করেও এ যাত্রায় তেজস্বীর আর মুখ্যমন্ত্রী হওয়া হল না৷
advertisement
advertisement
ভোটে হারের মুখে দাঁড়িয়ে যথারীতি ইভিএম-এ কারচুপির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ কিন্তু কেন বার বার একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে দল, কেন আঞ্চলিক দলগুলির ভরসায় থেকেও ভোটের অঙ্কে বিজেপি-র বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ তারা গড়ে তুলতে পারছে না, তা বোধহয় ভেবে দেখার সময় এসেছে রাহুল, সনিয়া গান্ধিদের৷ মহাজোটের লড়াইয়ে আরজেডি-এর সাফল্যের কথা যতটা আলোচনা হচ্ছে, ততটাই কংগ্রেসের ব্যর্থতার ছবিও প্রকট হচ্ছে৷ কংগ্রেস আর একটু ভাল ফল করলে বিহারে মোদি ম্যাজিকও ফিকে করে দেওয়া যেত, এ কথা ভেবে হাত কামড়াতেই পারেন আরজেডি সমর্থকরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election 2020: লড়ল আরজেডি, সফল বামেরাও! মহাজোটকে ডোবাল সেই কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement