Marriage : মেয়েরা সাবধান! এবার থেকে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলে আর রক্ষে নেই! আদালতের 'ঐতিহাসিক' রায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Delhi High Court On Marriage- দিল্লি হাই কোর্ট একটি চমকে দেওয়া রায় দিয়েছে। আদালত তার আদেশে বলেছে, স্ত্রী তার স্বামীর প্রেমিকার কাছ থেকে ক্ষতিপূরণ (monetary compensation) দাবি করে মামলা করতে পারেন।
কলকাতা : পরিবারে কলহ বা ঝগড়াঝাঁটি খুবই সাধারণ ঘটনা। তবে অনেক সময় পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায় চলে আসে। অনেক সময় দাম্পত্য বিরোধ (ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট) আদালত পর্যন্ত পৌঁছে যায় এবং আইনের ভিত্তিতে সেগুলোর নিষ্পত্তি হয়।
advertisement
ঠিক এমনই একটি মামলায় দিল্লি হাই কোর্ট একটি চমকে দেওয়া রায় দিয়েছে। আদালত আদেশে বলেছে, স্ত্রী তার স্বামীর প্রেমিকার কাছ থেকে ক্ষতিপূরণ (monetary compensation)
advertisement
দাবি করে মামলা করতে পারেন। হাই কোর্টের এই নির্দেশ তাদের জন্য একপ্রকার সতর্কবার্তা। যেসব মহিলা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, এমনকী শারীরিক সম্পর্কে জড়িত থাকেন, তাদের সতর্ক করল আদালত।
advertisement
দিল্লি হাই কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে বলেছে, স্বামীর ‘মিস্ট্রেস’-এর কাছ থেকে স্ত্রী আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারেন। আদালত এটিকে প্রথম দৃষ্টিতে (prima facie) এমন একটি মামলা হিসেবে দেখেছে, যেখানে স্ত্রী স্বামীর প্রেমিকার বিরুদ্ধে সিভিল ইনজুরি-র মামলা দায়ের করতে পারেন।
advertisement
এই ভিত্তিতে আদালত এক মামলায় স্বামীর প্রেমিকার নামে সমন জারি করে তার কাছ থেকে উত্তর চেয়েছে। আদালত বলেছে, এই মামলা ফ্যামিলি কোর্টের এখতিয়ারের বাইরে। কারণ এখানে এক তৃতীয় পক্ষের অনৈতিক আচরণের কারণে স্ত্রীর বৈবাহিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- বন্দে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা! তিরের গতিতে ছুটে এসে ধাক্কা যাত্রীদের, তিন জনের মৃত্যু
এক স্ত্রী দাবি করেন, স্বামীর প্রেমিকা ইচ্ছাকৃতভাবে তার বিবাহিত জীবন নষ্ট করেছেন। তাঁর অভিযোগ, স্বামীর ভালবাসা ও সঙ্গ পাওয়ার অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে এবং বিয়ে ভাঙার মূলে প্রেমিকার হস্তক্ষেপই ছিল।
advertisement
হাই কোর্ট এই প্রসঙ্গে Alienation of Affection (AoA) নীতির কথাও উল্লেখ করেছে, যা অনেক দেশে চালু আছে। এই ধারণা অনুযায়ী, কোনও তৃতীয় ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দম্পতির সম্পর্ক নষ্ট করে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 1:31 PM IST