Extra Marital Affair: বিয়ে করে রিল বানাচ্ছেন কাকিমা আর ভাসুরপো, প্রথম স্বামী দিয়েছেন চায়ের দোকান! ঘটনায় পরিবারের মাথায় হাত
- Published by:Suman Biswas
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Extra Marital Affair: জামুই জেলার সিক্রিয়ার বাসিন্দা বিশাল দুবের স্ত্রী আয়ুষি দুবে বিগত সপ্তাহেই তাঁর ভাসুরপো শচীন দুবেকে বিয়ে করেছেন।
বিহার: সম্প্রতি বিহারের জামুই জেলা খবরের শিরোনামে উঠে এসেছে। জামুইয়ের সিক্রিয়ার এক মহিলা তাঁর ভাসুরপোকে বিয়ে করেছেন। বিয়ের ভিডিওটি সামনে আসার পর তা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। কাকিমা-ভাসুরপোর এই প্রেমের সম্পর্ক সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। উল্লেখ্য, জামুই জেলার সিক্রিয়ার বাসিন্দা বিশাল দুবের স্ত্রী আয়ুষি দুবে বিগত সপ্তাহেই তাঁর ভাসুরপো শচীন দুবেকে বিয়ে করেছেন।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রাধান্য পেয়েছে –
এর পর এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে আসে। স্ত্রীর বিশ্বাসঘাতকতার পর স্বামী বিশাল দুবে চা বিক্রি শুরু করেছেন এবং তিনি একটি চায়ের দোকান চালাচ্ছেন, অন্য দিকে, আয়ুষি তাঁর নতুন স্বামী শচীনের সঙ্গে হায়দরাবাদে গোপনে বসবাস করছেন। তাঁরা দুজনেই এখন রিলস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
advertisement
advertisement
প্রেমের সম্পর্ক ২ বছর ধরে –
এখনও পর্যন্ত পুরো বিষয়ে অনেকের মতামত সামনে এসেছে। শচীন এবং আয়ুষীর পর, বিশালের বাবা-মাও এই বিষয়ে পুরো ঘটনাটি জানিয়েছেন। তাঁরা বলেছেন যে, আয়ুষির বিয়ের পর থেকেই শচীন তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। ধীরে ধীরে দুজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ফোনে দীর্ঘক্ষণ কথা বলা শুরু হয়।
advertisement
বিশাল এবং তাঁর পরিবার যখন এই বিষয়টি জানতে পারে, তখন বিশাল এবং আয়ুষির মধ্যে ঝগড়া চলতে থাকে। এর পর আয়ুষি শচীনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এদিকে, বিশালও আয়ুষির সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই সময়ের মধ্যে শচীন এবং আয়ুষি হঠাৎ করে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যান এবং ৫ দিন পর দুজনেই ফিরে এসে বিশালের উপস্থিতিতে বিয়ে করেন।
advertisement
শচীন অনেক দিন ধরেই আয়ুষির সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন –
এই পুরো ঘটনায় যে আশ্চর্যজনক বিষয়টি প্রকাশ পেয়েছে তা হল, শচীন অনেক দিন ধরে আয়ুষির সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারেননি। অনেকবার ঝগড়াও হয়েছিল এই নিয়ে। আয়ুষি তাঁর স্বামী বিশালের সঙ্গে থাকতে চাননি। শচীনের বাবা-মা দাবি করেছেন যে তাঁদের ছেলের এই ঘটনার জন্য তাঁরা খুবই লজ্জিত এবং তাঁরা চান না যে ছেলে এবং পুত্রবধূ এখন তাঁদের বাড়িতে আসুক।
advertisement
বাবা-মা একা –
তবে, ছেলে চলে যাওয়ার পর, বাবা-মা দুজনেই খুব একা হয়ে পড়েছেন এবং ছেলের অভাব অনুভব করছেন। তাঁরা ক্যামেরার সামনে এসে কথা বলতেও আপত্তি জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 8:16 PM IST