Extension of Bagdogra: বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে ১৫৪৯ কোটি বরাদ্দ করল কেন্দ্র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বর্তমানে মূল বাগডোগরা বিমানবন্দরের টার্মিনালের আয়তন ৮ হাজার স্কোয়ার মিটার। সেখানে ঘণ্টায় ৪০০-৫০০ যাত্রী ধারণ করা যায়। এর বাইরে কিছু সম্প্রসারণ করা হলেও সমস্যা খুব একটা মেটেনি
নয়াদিল্লি: বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে ১৫৪৯ কোটি বরাদ্দ করল কেন্দ্র। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে বাগডোগরা বিমানবন্দরের সিভিল এনক্লেভ তৈরির সিদ্ধান্তে শীলমোহর পড়ে। বৈঠকের পর কেন্দ্রীয় রেল এবং তথ্যসম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে বিমানবন্দরের আধুনিকীকরণের পাশাপাশি ১০টি পার্কিং-বে যুক্ত অ্যাপ্রন তৈরি করা হবে এ-৩২১ বিমান পার্কিংয়ের জন্য।
প্রসঙ্গত সরকারের তকফে জমি চিহ্নিত করার পরও বাংলার দ্বিতীয় আম্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ কেন থমকে রয়েছে, সে নিয়ে গত বাজেট সেশনেই প্রশ্ন তুলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখনই অ্যাভিয়েশন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন প্রকল্প নিয়ে। বাগডোগরা বিমানবন্দরে নির্মিত হবে ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটার ব্যপ্ত নতুন টার্মিনাল বিল্ডিং। বিমানবন্দরের এই নতুন অংশে তিন হাজার যাত্রী ধারণ ক্ষমতা থাকবে।
advertisement
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ”পর্যটন এবং বাণিজ্যিক বৃদ্ধির ক্ষেত্রে বর্ধিত বিমান যোগাযোগ খুব ভাল খবর । মন্ত্রিসভা আজ পশ্চিমবঙ্গের বাগডোগরা এবং বিহারের বিহতায় নয়া সিভিলিয়ান এনক্লেভ-এর অনুমোদন করেছে। এর ফলে এই গন্তব্যগুলিতে মানুষ নির্বিঘ্ন যেতে পারবে এবং সেখান থেকে আসতে পারবে।”
advertisement
Increased air connectivity is great news for tourism and commercial growth. The Cabinet today has approved new civilian enclaves at Bagdogra in West Bengal and Bihta in Bihar. This will ensure seamless travel to and from these places. pic.twitter.com/OfJA2B3of3
— Narendra Modi (@narendramodi) August 16, 2024
advertisement
বিমানবন্দর সূত্রের খবর, বর্তমানে মূল বাগডোগরা বিমানবন্দরের টার্মিনালের আয়তন ৮ হাজার স্কোয়ার মিটার। সেখানে ঘণ্টায় ৪০০-৫০০ যাত্রী ধারণ করা যায়। এর বাইরে কিছু সম্প্রসারণ করা হলেও সমস্যা খুব একটা মেটেনি। দিনের ব্যস্ততম সময়ে বিমানবন্দরের ভিতরে যাত্রীদের নাজেহাল অবস্থা হয়। নতুন টার্মিনালটি বর্তমান টার্মিনালের ৫০০ মিটার দক্ষিণে তৈরি হচ্ছে। সেখানে ১ লক্ষ বর্গমিটার টার্মিনাল হবে। তা ঘন্টায় ৩-৪ হাজার যাত্রী ব্যবহার করতে পারবেন। প্রথম পর্যায়ে ৫০ হাজার বর্গমিটারের টার্মিনালটির কাজ হবে। এ ছাড়া ১০টি এরোব্রিজ (প্রথম পর্যায়ে ৬টি) তৈরি হচ্ছে। প্রায় ১০৪ একর জমি সরকার চা বাগান থেকে অধিগ্রহণ করার পর সেখানে নতুন টার্মিনালের পরিকাঠামো তৈরি হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 9:58 PM IST