#News18IPSOSExitPoll: কংগ্রেসের ভরাডুবি, গুজরাত সামলে রাখল বিজেপিই

Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন ৷ আর চারদিনের অপেক্ষা ৷ আগামী ২৩-মে নির্বাচনের ফলপ্রকাশ ৷ তবে, নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷
নরেন্দ্র মোদির কাছে বরাবরই গুজরাতের নির্বাচন, সম্মানের লড়াই ৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে এই রাজ্যের ২৬ টি আসনের সবকটিই নিজের হাতের মুঠোয় করেছিল বিজেপি ৷ পাঁচবছর পরে বিজেপির কাছে প্রধান চ্যালেঞ্জ সেই ট্রেন্ডকেই ধরে রাখা ৷
News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই ট্রেন্ডকে বজায় রাখার কথাই বলছে ৷ এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে গুজরাতে কিন্তু কংগ্রেসের একেবারে ভরাডুবি অবস্থা হতে চলেছে ৷ News18IPSOSExitPoll-এর সমীক্ষা অনুযায়ী, গুজরাতের ২৬ টি আসনে বিজেপির দখলে থাকবে ২৫টি আসন ৷ অন্যদিকে, মাত্র ১টি মাত্র আসনই দখলে রাখতে সক্ষম হবে কংগ্রেস ৷
advertisement
advertisement
২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেও, কংগ্রেসের ফলাফল ছিল নজরে আসার মতো ৷ মোদির রাজ্যে রাহুল গান্ধি কিছুটা হলেও, নজর কেড়েছিলেন ৷ বিধানসভায় কংগ্রেসের সেই উত্থান থেকেই রাজনৈতিক মহলে কিছুটা হলেও, কংগ্রেসের পক্ষে জল্পনা শুরু হয়েছিল ৷ তবে এই বুথ ফেরত সমীক্ষা গুজরাতের গোটা অঙ্কটাকেই বদলে দিতে পারে ৷
advertisement
গুজরাতের গান্ধিনগরে বিজেপি প্রার্থী ছিলেন অমিত শাহ ৷ গুজরাতের দাহোদের আসনে বিজেপি প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং ভাবোর ৷ অন্যদিকে আনন্দ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে ভোট লড়াইয়ে ছিলেন ভারত সোলাঙ্কি ৷ অন্যদিকে, আমরোলির আসনে কংগ্রেস নেতৃত্ব পরেশ ধনানি বিজেপির নরেন কচ্চাডিয়ার বিপরীতে দাঁড়িয়েছিল ৷
ভোটের প্রচারে গুজরাতের দিকেই ছিল কংগ্রেস ও বিজেপির পাখির চোখ৷ সেই কারণেই গুজরাতে বেশি স্পষ্ট হয়ে ওঠে রাহুল গান্ধি ও মোদির সংঘাত ৷
advertisement
২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী গুজরাতে মোট ভোটারের সংখ্যা ৪,৪৭,৬৯,৯৮৫ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৩২,৮০,৫৪২, , মহিলা ভোটারের সংখ্যা ২,১৪,৮৮,৩৯০ এছাড়া অন্য ভোটারের সংখ্যা ১,০৫৩ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOSExitPoll: কংগ্রেসের ভরাডুবি, গুজরাত সামলে রাখল বিজেপিই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement