#News18IPSOSExitPoll: কংগ্রেসের ভরাডুবি, গুজরাত সামলে রাখল বিজেপিই

Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন ৷ আর চারদিনের অপেক্ষা ৷ আগামী ২৩-মে নির্বাচনের ফলপ্রকাশ ৷ তবে, নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷
নরেন্দ্র মোদির কাছে বরাবরই গুজরাতের নির্বাচন, সম্মানের লড়াই ৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে এই রাজ্যের ২৬ টি আসনের সবকটিই নিজের হাতের মুঠোয় করেছিল বিজেপি ৷ পাঁচবছর পরে বিজেপির কাছে প্রধান চ্যালেঞ্জ সেই ট্রেন্ডকেই ধরে রাখা ৷
News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই ট্রেন্ডকে বজায় রাখার কথাই বলছে ৷ এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে গুজরাতে কিন্তু কংগ্রেসের একেবারে ভরাডুবি অবস্থা হতে চলেছে ৷ News18IPSOSExitPoll-এর সমীক্ষা অনুযায়ী, গুজরাতের ২৬ টি আসনে বিজেপির দখলে থাকবে ২৫টি আসন ৷ অন্যদিকে, মাত্র ১টি মাত্র আসনই দখলে রাখতে সক্ষম হবে কংগ্রেস ৷
advertisement
advertisement
২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেও, কংগ্রেসের ফলাফল ছিল নজরে আসার মতো ৷ মোদির রাজ্যে রাহুল গান্ধি কিছুটা হলেও, নজর কেড়েছিলেন ৷ বিধানসভায় কংগ্রেসের সেই উত্থান থেকেই রাজনৈতিক মহলে কিছুটা হলেও, কংগ্রেসের পক্ষে জল্পনা শুরু হয়েছিল ৷ তবে এই বুথ ফেরত সমীক্ষা গুজরাতের গোটা অঙ্কটাকেই বদলে দিতে পারে ৷
advertisement
গুজরাতের গান্ধিনগরে বিজেপি প্রার্থী ছিলেন অমিত শাহ ৷ গুজরাতের দাহোদের আসনে বিজেপি প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং ভাবোর ৷ অন্যদিকে আনন্দ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে ভোট লড়াইয়ে ছিলেন ভারত সোলাঙ্কি ৷ অন্যদিকে, আমরোলির আসনে কংগ্রেস নেতৃত্ব পরেশ ধনানি বিজেপির নরেন কচ্চাডিয়ার বিপরীতে দাঁড়িয়েছিল ৷
ভোটের প্রচারে গুজরাতের দিকেই ছিল কংগ্রেস ও বিজেপির পাখির চোখ৷ সেই কারণেই গুজরাতে বেশি স্পষ্ট হয়ে ওঠে রাহুল গান্ধি ও মোদির সংঘাত ৷
advertisement
২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী গুজরাতে মোট ভোটারের সংখ্যা ৪,৪৭,৬৯,৯৮৫ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৩২,৮০,৫৪২, , মহিলা ভোটারের সংখ্যা ২,১৪,৮৮,৩৯০ এছাড়া অন্য ভোটারের সংখ্যা ১,০৫৩ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOSExitPoll: কংগ্রেসের ভরাডুবি, গুজরাত সামলে রাখল বিজেপিই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement