Exit Poll Result of Lok Sabha Election 2019: সব পোলেই বিজেপি-র জয়জয়কার, ক্ষমতায় মোদির নেতৃত্বে এনডিএ
Last Updated:
General Elections 2019 Exit Poll: ২০১৪ সালের মতোই সরকার গড়তে চলেছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোট৷
#নয়াদিল্লি: গতবার ছিল মোদিঝড়৷ এ বারও৷ অন্তত সব বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি৷ সংখ্যাগরিষ্ঠ হিসেবে ২০১৪ সালের মতোই সরকার গড়তে চলেছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোট৷ মোটের উপর সব বুথ ফেরত সমীক্ষাকেই একযোগে ধরলে, ৩০০ আসন পেরিয়ে যাচ্ছে এনডিএ৷
Republic-CVoter-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পাচ্ছে ২৮৭ টি আসন৷ কংগ্রেস পাচ্ছে ১২৮টি আসন৷ অন্যান্যরা ১২৭টি আসন৷ পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১১টি আসন৷ ইউপিএ দুটি আসন ও তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৯টি আসন৷ Republic-Jan Ki Baat -এর জনমত সমীক্ষা বলছে, ৩০৫টি আসন পেতে চলেছে বিজেপি৷ ১২৪টি আসন পাবে কংগ্রেস ও ১১৩টি আসন অন্যান্যরা৷
advertisement
News Nation-এর এক্সিট পোল রেজাল্ট বলছে, বিজেপি পেতে পারে ২৮২ থেকে ২৯০টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১২৬টি৷ অন্যান্যরা ১৩০ থেকে ১৩৮টি আসন৷ Times Now-VMR-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, ৩০৬টি আসন পাবে বিজেপি৷ ১৪২টি আসন পাচ্ছে কংগ্রেস৷ ৯৪টি দেওয়া হয়েছে অন্যান্যদের৷
advertisement
গত ৫ রাজ্যের বিধানসভায় যে ধাক্কা খেয়েছিল বিজেপি, বুথ ফেরত সমীক্ষাগুলি ধরলে, লোকসভায় কাম ব্যাক বলাই যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2019 8:11 PM IST