Exit Poll Result of Lok Sabha Election 2019: সব পোলেই বিজেপি-র জয়জয়কার, ক্ষমতায় মোদির নেতৃত্বে এনডিএ

Last Updated:

General Elections 2019 Exit Poll: ২০১৪ সালের মতোই সরকার গড়তে চলেছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোট৷

#নয়াদিল্লি: গতবার ছিল মোদিঝড়৷ এ বারও৷ অন্তত সব বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি৷ সংখ্যাগরিষ্ঠ হিসেবে ২০১৪ সালের মতোই সরকার গড়তে চলেছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোট৷ মোটের উপর সব বুথ ফেরত সমীক্ষাকেই একযোগে ধরলে, ৩০০ আসন পেরিয়ে যাচ্ছে এনডিএ৷
Republic-CVoter-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পাচ্ছে ২৮৭ টি আসন৷ কংগ্রেস পাচ্ছে ১২৮টি আসন৷ অন্যান্যরা ১২৭টি আসন৷ পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১১টি আসন৷ ইউপিএ দুটি আসন ও তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৯টি আসন৷ Republic-Jan Ki Baat -এর জনমত সমীক্ষা বলছে, ৩০৫টি আসন পেতে চলেছে বিজেপি৷ ১২৪টি আসন পাবে কংগ্রেস ও ১১৩টি আসন অন্যান্যরা৷
advertisement
News Nation-এর এক্সিট পোল রেজাল্ট বলছে, বিজেপি পেতে পারে ২৮২ থেকে ২৯০টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১২৬টি৷ অন্যান্যরা ১৩০ থেকে ১৩৮টি আসন৷ Times Now-VMR-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, ৩০৬টি আসন পাবে বিজেপি৷ ১৪২টি আসন পাচ্ছে কংগ্রেস৷ ৯৪টি দেওয়া হয়েছে অন্যান্যদের৷
advertisement
গত ৫ রাজ্যের বিধানসভায় যে ধাক্কা খেয়েছিল বিজেপি, বুথ ফেরত সমীক্ষাগুলি ধরলে, লোকসভায় কাম ব্যাক বলাই যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Result of Lok Sabha Election 2019: সব পোলেই বিজেপি-র জয়জয়কার, ক্ষমতায় মোদির নেতৃত্বে এনডিএ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement