#হরিদ্বার: হরিদ্বারে জগজিৎপুর এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে ‘লক্ষ’ নামে এক ব্যক্তিকে অপহরণ করে চার জন দুষ্কৃতি ৷ একটি গাড়ি করে লক্ষের গাড়ির সামনে নামে চারজন আততায়ী ৷ গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে নিজেদের গাড়িতে l তুলে নেয় অপহরণকারীরা ৷ পুরো ঘটনাটি সেখানে অবস্থিত একটি বাড়ির সিসিটিভিতে রের্কড হয়ে যায় ৷ তবে অপহরণের কিছুক্ষণ পর জোয়ালাপুর এলাকা থেকে লক্ষকে উদ্ধার করে পুলিশ ৷ ইতিমধ্যে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি তিন জন আততায়ীর জন্য চলছে চিরুনি তল্লাশি ৷ পুলিশ জানিয়েছে, অপহরণকারীদের একজনের বোনের শ্লীলতাহানী করে লক্ষ নামে ওই ব্যক্তি ৷ তারই প্রতিশোধ নিতে অপহরণ করা হয় তাকে বলে অনুমান পুলিশের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abduction, Exclusive Video, Man Abducted In Broad Daylight, Miscreants