#ছত্তিশগড়: সিআরপিএফ-মাওবাদী এনকাউন্টারের ছবি ইটিভিতে। ছত্তিসগড়ের বীজাপুরে সিআরপিএফ-এর রোড পেট্রোলিং পার্টির সঙ্গে বেরিয়ে পড়েন ইটিভি-র সাংবাদিক মুকেশ চন্দ্রাকর। এরিয়া ডমিশনের সময় সিআরপিএফকে লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের এনকাউন্টারের সেই এক্সক্লুসিভ ছবিই ধরা পড়েছে ইটিভির ক্যামেরায়। সম্ভাব্য বিপদের কথা জেনেও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে বেরিয়ে পড়েন আমাদের প্রতিনিধি। শহুরে আধুনিকতা থেকে অনেক দূরে বীজাপুরের এই ঘন জঙ্গল। কার্যত জনমানবহীন। ঝরে পড়া শুকনো পাতায় সেনার বুটের আওয়াজ সেখানে একেবারেই বেমানান। এই জঙ্গলে পথে পথে আইইডির আশঙ্কা। একটা ভুল পদক্ষেপ। শেষ করে দিতে পারে সবকিছু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CRPF- Maoist Encounter, ETV News Bangla, Exclusive