প্রাক্তন রাষ্ট্রপতিকে সাম্মানিক ডি লিট উপাধি প্রদান করল কল্যাণী বিশ্ববিদ্যালয়

Last Updated:
#কলকাতা:   ২৯ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট উপাধিতে সম্মানিত করা হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন তিনি ।
প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গেই ডিলিট পান বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন ও ডিএসসি পান খড়গপুর আইআইটির ডিরেক্টর ও অধ্যাপক পার্থ পি চক্রবর্তী।এছাড়াও, সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ। অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।
advertisement
advertisement
সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পান ২০৯ জন গবেষক । তার মধ্যে বিজ্ঞান শাখায়  ৯১,  কলা ও বাণিজ্য শাখায় যথাক্রমে ৬৩ ও ৩৬জন  এবং এ টি এম এ  শাখায় শংসাপত্র পান ১৯ জন। বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য ১০১ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট । একই সঙ্গে সফল ছাত্র-ছাত্রীদের ডিগ্রির পাশাপাশি ৩ জন ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় vice-chancellors গোল্ড মেডেল । তার মধ্যে রয়েছেন একজন রূপান্তরকামী, নাম সুমন প্রামাণিক । দুজন বিশেষভাবে সক্ষম ছাত্রকেও সার্টিফিকেট দেওয়া হয়েছে ।
advertisement
নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ২৯তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষনে প্রণববাবু বলেন, প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভারতের ব‍্যাপক অগ্রগতি হয়েছে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রাক্তন রাষ্ট্রপতিকে সাম্মানিক ডি লিট উপাধি প্রদান করল কল্যাণী বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement