‘যৌনতার বদলে চাকরি’, আন্দামানের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
তিনি তাঁর বিস্তারিত অভিযোগে দাবি করেছেন, শেষ এক বছর ধরে প্রাক্তন মুখ্যসচিবের বাড়িতে বিভিন্ন সময় প্রায় ২০ জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল৷
#পোর্টব্লেয়ার: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হয়রানির একের পর এক অভিযোগ জমা পড়েই চলেছে৷ জিতেন্দ্র নারায়ণ নামে ওই প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেই জমা পড়েছিল, এ বার নতুন করে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাক্তন মুখ্যসচিবের নামে অভিযোগ করলেন এক ২১ বছরের মহিলা৷ অভিযোহ গুরুতর৷ প্রাক্তন মুখ্যসচিব ও আন্দামান প্রশাসনের লেবার কমিশনার আরএল ঋষির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করলেন তিনি৷
তিনি তাঁর বিস্তারিত অভিযোগে দাবি করেছেন, শেষ এক বছর ধরে প্রাক্তন মুখ্যসচিবের বাড়িতে বিভিন্ন সময় প্রায় ২০ জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল৷ পোর্টব্লেয়ারের সেই বাড়িতেই নাকি চলত অত্যাচার৷ আর এদের মধ্যে কয়েকজনকে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ৷ যৌনতার পরবর্তী এই চাকরি দেওয়ার কাজ করা হল বলে অভিযোগ করা হয়েছে৷ ‘চাকরির জন্য যৌনতা’ চক্র চালাতেন ওই প্রাক্তন মুখ্যসচিব, অভিযোগ তেমনই৷
advertisement
আরও পড়ুন: ‘বিমান তখন ফুল স্পিডে, হঠাৎই দেখা গেল আগুনের শিখা...’’ ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ইন্ডিগোর যাত্রী
advertisement
ঘটনার সত্যতা স্বীকার করে আন্দামান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘অভিযোগ জমা পড়েছে৷ অভিযোগের বিস্তারিত পাঠিয়ে দেওয়া হয়েছে বিশাখা কমিটিতে৷’’ আন্দামান প্রশাসনের এক শীর্ষ কর্তা নাম না করে জানিয়েছেন, ‘‘কয়েকদির আগে প্রাক্তন মুখ্যসচিবের নামে একটি গণধর্ষণের অভিযোগ আমাদের কাছে জমা পড়ে৷ ওই মহিলার অভিযোগ বিস্তারিত ভাবে শোনা হয়েছে এবং তাঁর সমস্ত অভিযোগের বিষয় পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কমিটির কাছে৷’’
advertisement
প্রশাসনের শীর্ষকর্তা আরও জানিয়েছেন, ‘‘ওই মহিলা একটি সরকারি চুক্তিভিত্তিক চাকরি করতেন, যখন জিতেন্দ্র নারায়ণ মুখ্যসচিব ছিলেন৷ তাঁর অভিযোগ, সেই সময়ে একাধিক নানারকম যৌনগন্ধী ইঙ্গিত তাঁকে করা হত৷ পাশাপাশি, তাঁর বাকি অভিযোগগুলি ছিলই৷’’ আপাতত এই সমস্ত অভিযোগের বিস্তারিত নির্দিষ্ট কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ করা হবে, তবে এখনও পর্যন্ত ‘ক্রিমিনালিটি’ কিছু ধরা পড়েছে৷
advertisement
কমিটির সিদ্ধান্তের পরে পুলিশের কাছে অভিযোগ করা বিষয়টি দেখা হবে৷’’ ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি তৈরি করা হয়েছে, যেটির তদন্তের স্বার্থে ইতিমধ্যে নারায়ণকে ডেকে পাঠানো হয়েছে৷ তবে এই যাবতীয় অভিযোগ নিয়ে তাঁর সঙ্গে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন তোলেননি ও মেসেজেরও কোনও উত্তর দেননি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 3:35 PM IST