নারদকাণ্ডে তৃণমূলের ৫ সাংসদকে এথিক্স কমিটির নোটিস
Last Updated:
নারদকাণ্ডে তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস পাঠাল লোকসভার এথিক্স কমিটি। নারদ নিউজের বিতর্কিত সিডি প্রকাশিত হতেই সরগরম হয়ে ওঠে রাজনীতি। ওই স্টিং অপারেশনে একাধিক তৃণমূল নেতাদের টাকা নিতে দেখা যায় । লোকসভায় নারদকাণ্ড নিয়ে শোরগোলের পর স্পিকার এথিক্স কমিটিকে তদন্তভার দেন। বৃহস্পতিবার সেই কমিটি তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস পাঠিয়েছে। নারদ স্টিং ভিডিওতে দেখানো দৃশ্যগুলির সম্পর্কে জবাব তলব করে নোটিস পাঠানো হয়েছে ৷ এথিক্স কমিটি নোটিস পাঠিয়েছে তৃণমূলের সৌগত রায়, সুলতান আহমেদ, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দারের কাছে ৷
#নয়াদিল্লি: নারদকাণ্ডে তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস পাঠাল লোকসভার এথিক্স কমিটি। নারদ নিউজের বিতর্কিত সিডি প্রকাশিত হতেই সরগরম হয়ে ওঠে রাজনীতি। ওই স্টিং অপারেশনে একাধিক তৃণমূল নেতাদের টাকা নিতে দেখা যায় । লোকসভায় নারদকাণ্ড নিয়ে শোরগোলের পর স্পিকার এথিক্স কমিটিকে তদন্তভার দেন। বৃহস্পতিবার সেই কমিটি তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস পাঠিয়েছে। নারদ স্টিং ভিডিওতে দেখানো দৃশ্যগুলির সম্পর্কে জবাব তলব করে নোটিস পাঠানো হয়েছে ৷ এথিক্স কমিটি নোটিস পাঠিয়েছে তৃণমূলের সৌগত রায়, সুলতান আহমেদ, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দারের কাছে ৷
চিঠিতে কমিটি যে বিষয়গুলি সম্পর্কে জানতে চেয়েছে তা হল, নারদের স্টিং সম্পর্কে সাংসদদের বক্তব্য কী? ভিডিও ফুটেজে কি তাঁদেরই দেখা গিয়েছে? টাকা নেওয়ার ঘটনা কি সত্যি? সত্যি হলে কেন নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা? এই প্রশ্নগুলির কী উত্তর দেন নেতা-নেত্রীরা এখন সেটাই দেখার ৷
এর আগে অবশ্য এথিক্স কমিটি নারদ নিউজের ভিডিও ফুটেজ গ্রহণ করতে চায়নি। লোকসভার কমিটির সঙ্গে নারদকাণ্ডের তদন্ত করছে কলকাতা হাইকোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি। অতীতে লোকসভার কমিটি এ ধরনের স্টিং অপারেশনের ভিত্তিতে একঝাঁক সাংসদের সদস্যপদ খারিজ করে দিয়েছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2016 9:05 PM IST