শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর, ESI উর্ধ্বসীমা বেড়ে হল ২১ হাজার টাকা
Last Updated:
শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর ৷ ESI-এর উর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১ হাজার টাকা ৷
#নয়াদিল্লি: শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর ৷ ESI-এর উর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১ হাজার টাকা ৷ যাদের মাসিক বেতন ২১ হাজার টাকার কম,তারা সবাই ESI অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের আওতায় আসতে চলেছেন ৷
এতদিন পর্যন্ত ১৫ হাজারের কম মাসিক বেতন প্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাই ESI-এর সুবিধা পেতেন ৷ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের এই সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন প্রায় তিন হাজার কোটি শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার ৷
ESI-এর মাধ্যমে সরকার শ্রমিক-কর্মচারীদের ও তাদের পরিবারের জন্য সুষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে ৷ এই ইনসিওরেন্সের মাধ্যমে ESI-এর নথিভুক্ত দেশ জোড়া ১,৫০০ ক্লিনিক, হাসপাতালে বিনামূল্য চিকিৎসা পরিষেবা এমনকী ওষুধের দোকান থেকে বিনামূল্যে ওষুধও পাওয়া যায় ৷ মঙ্গলবার এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের নেওয়া সিদ্ধান্তের ফলে নতুন করে প্রায় ৫০ লক্ষ মানুষ ESI-এর আওতাভুক্ত হতে চলেছেন ৷
advertisement
advertisement
শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় জানিয়েছেন, চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই ২১ হাজার পর্যন্ত মাসিক বেতনভোগী শ্রমিক-কর্মচারীরা ESI-এর সুবিধা পাবেন ৷ এর ফলে ESI খাতে বার্ষিক অতিরিক্ত তিন হাজার কোটি টাকার খরচ হবে ৷ এই মুহূর্তে ২.৬ কোটি কর্মী এবং তাদের পরিবারের ১০ কোটি মানুষ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের নথিভুক্ত ৷
advertisement
এছাড়াও ESIC অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন দেশের মোট ১১টি ESI লোকেশনে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে ৷ মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে এই কর্মসূচির কথা আগেই বলা হয়েছিল ৷
এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স অ্যাক্ট অনুসারে, কর্মীরা তাদের মাসিক আয়ের ১.৭৫ শতাংশ এবং নিয়োগকর্তা কর্মীদের মাসিক বেতনের ৪.৭৫ শতাংশ প্রতি মাসে ESI খাতে জমা দেন ৷ গত ৬৫ বছর ধরে ভারতের শ্রমিক-কর্মচারীরা ESI-এর সুবিধা ভোগ করছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2016 5:31 PM IST