খাল পাড় বাঁধাইয়ের কাজ হয়নি, এর জেরে ভাঙছে খালের পাড়, আতঙ্কে গ্রামবাসীরা
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের পলাশপাই খাল। গত নভেম্বর মাসে এই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। সংস্কারের পর ভাঙন বেড়েছে খালের।
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে পলাশপাই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু খাল পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। এর জেরে ভাঙছে রূপনারায়ণে সংযুক্ত এই খালের পাড়। বর্ষা এলেই খালে বাড়ি ভেসে যাওয়ার আতঙ্কে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বেশ কয়েকটি গ্রাম।
পশ্চিম মেদিনীপুরের পলাশপাই খাল। গত নভেম্বর মাসে এই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। সংস্কারের পর ভাঙন বেড়েছে খালের। এর জেরে আগামী বর্ষাতেই খালে বাড়ি তলিয়ে যাওয়ার আতঙ্কে দাসপুরের মহিষঘাটা, গোছাতি, পলাশপাই, আজুড়িয়ার বাসিন্দারা।
advertisement
advertisement
এলাকাবাসীর দাবি, সংস্কারের পর পাড় বাঁধাই করে দেওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরু করেনি সেচ দফতর। মহকুমাশাসকের অবশ্য দাবি, সেচ দফতরকে সমস্যার কথা জানিয়েছেন তিনি। পাড় বাঁধাইয়ের কাজও শুরু করেছে সেচ দফতর। আদৌ পাড় বাঁধাইয়ের কাজ কবে শেষ হবে? পাড় বাঁধাই নাহলে কীভাবে থাকবে বাড়ি? অাতঙ্কে দাসপুরের কয়েকশো পরিবার।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2019 6:07 PM IST