Entrance Exam || যাদবপুরে প্রবেশিকা, প্রেসিডেন্সিতে নয়! আজ থেকে শুরু ভর্তির আবেদনগ্রহণ
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবছর প্রবেশিকা না নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া। চলবে আগামী ৫ অগস্ট পর্যন্ত।
#কলকাতা: কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের সিদ্ধান্ত এ বছরের জন্য বাতিল হওয়ার পরেই ছাত্রছাত্রীদের নজর ছিল শহরের দুই নামজাদা বিশ্ববিদ্যালয় যাদবপুর এবং প্রেসিডেন্সির দিকে। পড়াশোনার মান অক্ষুন্ন রাখতে অন্যান্য বছর নিজস্ব প্রবেশিকার উপর নির্ভর করে থাকে এই দুটি বিশ্ববিদ্যালয়। এ বছর যখন শিক্ষা দফতরের তরফে কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন না হওয়ার কথা ঘোষণা করা হয়, তখন থেকেই ভর্তি প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে পড়েন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়গুলির তরফেও তড়িঘড়ি নিজস্ব অনলাইন অ্যাডমিশন পোর্টালগুলিকে প্রস্তুত করা হয়।
advertisement
বিগত অন্য বছরের মতো এবছরও নিজস্ব পোর্টালের মাধ্যমেই অ্যাডমিশন করাবে কলেজগুলো। তবে ভর্তি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার উদ্দেশ্যে অফলাইনে কোনরকম কাউন্সিলিং সেশন আয়োজন করতে পারবে না কলেজগুলি। সেটিও অনলাইনে করতে হবে কলেজগুলিকে। তবে সরকারি নির্দেশিকার কিছুটা উল্টো পথে হেঁটে নিজেদের প্রচলিত প্রবেশিকা পরীক্ষাতেই আস্থা রাখছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র কলা বিভাগের দুটি বিষয় ছাড়া সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রবেশিকা পরীক্ষা দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। শুধুমাত্র ইতিহাস এবং সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে বোর্ড এক্সাম এর নম্বরের ওপরই মেধাতালিকা তৈরি করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাকি বিষয়গুলির মেধাতালিকার ক্ষেত্রে ৫০ শতাংশ 'গ্রেড' নির্ভর করবে প্রবেশিকা ফলাফলের উপর এবং বাকি ৫০ শতাংশ নির্ভর করবে 'বোর্ড এক্সাম'-এর ফলাফলের উপর। ফর্ম ফিলাপের শেষ দিনের এক সপ্তাহের মধ্যেই হবে সমস্ত বিভাগের প্রবেশিকা পরীক্ষা। তবে মেধাতালিকা প্রকাশ একসঙ্গে করা হবে বলে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সূত্রে। তবে দুটি বিষয়ের পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তে অখুশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি।
advertisement
শেষমেশ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবছর প্রবেশিকা না নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া। চলবে আগামী ৫ অগস্ট পর্যন্ত। কোন বিষয়ে কত শতাংশ মার্কস থাকলে আবেদন জানানো যাবে তার বিস্তারিত জানানো হয়েছে প্রেসিডেন্সির ওয়েবসাইটে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 8:20 PM IST