কাশ্মীরের কুলগামে ফের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনা নিয়ে যেখানে গোটা বিশ্ব তটস্থ ৷ সেই সময়েও কাশ্মীরে জঙ্গি তাণ্ডব অব্যাহত ৷
#কুলগাম: করোনা নিয়ে যেখানে গোটা বিশ্ব তটস্থ ৷ সেই সময়েও কাশ্মীরে জঙ্গি তাণ্ডব অব্যাহত ৷ বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর ৷ এনকাউন্টার চলে কুলগামের যমরাচ গ্রামে ৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি টিম যমরাচ গ্রামে অভিযান চালাচ্ছে।
অন্যদিকে, ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কাশ্মীর সীমান্ত পার করে প্রায় ১৫০ জঙ্গি এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে ৷
advertisement
Location :
First Published :
May 14, 2020 8:45 AM IST