Covid 19 Second Dose Vaccine: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি (Covid 19 Second Dose Vaccination in India)৷
#দিল্লি: দেশের একশো কোটি মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়েছে৷ কিন্তু এখনও এগারো কোটি এমন মানুষ রয়েছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও করোনার দ্বিতীয় ডোজের টিকা নেননি (Covid 19 Second Dose Vaccine)৷ এই পরিসংখ্যানই কেন্দ্রের উদ্বেগ অনেকটা বাড়িয়ে দিয়েছে৷ কীভাবে টিকাকরণের গতি আরও বাড়িয়ে এই এগারো কোটি মানুষকে দ্রুত টিকা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে আজ দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)৷ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা৷
শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি৷ তাঁদেরকেও ভ্যাকসিন (Covid 19 Vaccine)দেওয়ার জন্য টিকাকরণে গতি আনা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, টিকাকরণ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন থাকা সত্ত্বেও এই এগারো কোটি মানুষ সময়মতো দ্বিতীয় ডোজের টিকা নেননি৷
advertisement
advertisement
বুধবারের বৈঠকের মূল উদ্দেশ্যই হল টিকাকরণে গতি আনার জন্য রাজ্যগুলিকে আরও তৎপর হতে বলা৷ প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী যাতে সবাই টিকা পায়, তা নিশ্চিত করার কথাই আজকের বৈঠকে তুলে ধরা হবে৷
গত ২১ অক্টোবর একশো কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়েছিল ভারত৷ দ্বিতীয় ডোজ যাঁরা পেয়েছেন এবং যাঁরা পাননি, তাঁদের মধ্যে ফারাক কমিয়ে আনাই এখন কেন্দ্রের লক্ষ্য৷ কেন্দ্রের দাবি অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষই টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ ৩১ শতাংশ মানুষ পেয়েছেন দু'টি ডোজ৷ খুব শিগগিরই ভারতে শিশুদের টিকাকরণও শুরু হওয়ার কথা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, শিশুদের জন্য জাইকোভ- ডি করোনার টিকার দাম কত হবে, তা নিয়ে আলোচনা চলছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2021 5:30 AM IST