Covid 19 Second Dose Vaccine: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি (Covid 19 Second Dose Vaccination in India)৷

ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের৷ Photo-PTI
ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের৷ Photo-PTI
#দিল্লি: দেশের একশো কোটি মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়েছে৷ কিন্তু এখনও এগারো কোটি এমন মানুষ রয়েছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও করোনার দ্বিতীয় ডোজের টিকা নেননি (Covid 19 Second Dose Vaccine)৷ এই পরিসংখ্যানই কেন্দ্রের উদ্বেগ অনেকটা বাড়িয়ে দিয়েছে৷ কীভাবে টিকাকরণের গতি আরও বাড়িয়ে এই এগারো কোটি মানুষকে দ্রুত টিকা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে আজ দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)৷ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা৷
শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি৷ তাঁদেরকেও ভ্যাকসিন (Covid 19 Vaccine)দেওয়ার জন্য টিকাকরণে গতি আনা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, টিকাকরণ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন থাকা সত্ত্বেও এই এগারো কোটি মানুষ সময়মতো দ্বিতীয় ডোজের টিকা নেননি৷
advertisement
advertisement
বুধবারের বৈঠকের মূল উদ্দেশ্যই হল টিকাকরণে গতি আনার জন্য রাজ্যগুলিকে আরও তৎপর হতে বলা৷ প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী যাতে সবাই টিকা পায়, তা নিশ্চিত করার কথাই আজকের বৈঠকে তুলে ধরা হবে৷
গত ২১ অক্টোবর একশো কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়েছিল ভারত৷ দ্বিতীয় ডোজ যাঁরা পেয়েছেন এবং যাঁরা পাননি, তাঁদের মধ্যে ফারাক কমিয়ে আনাই এখন কেন্দ্রের লক্ষ্য৷ কেন্দ্রের দাবি অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষই টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ ৩১ শতাংশ মানুষ পেয়েছেন দু'টি ডোজ৷ খুব শিগগিরই ভারতে শিশুদের টিকাকরণও শুরু হওয়ার কথা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, শিশুদের জন্য জাইকোভ- ডি করোনার টিকার দাম কত হবে, তা নিয়ে আলোচনা চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Second Dose Vaccine: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement