#ModiSpeaksToNews18: ‘বাংলার ভোটের থেকে শান্তিপূর্ণ জম্মু ও কাশ্মীরের ভোট’, নির্বাচনে হিংসা নিয়ে মমতাকে আক্রমণ মোদির
Last Updated:
#নয়াদিল্লি: ফের মমতা সরকারকে প্রবল আক্রমণ নরেন্দ্র মোদির ৷ রাজ্যের পরিবেশ নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবারের ঘটনার পর নিজের দলের পক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব নরেন্দ্র মোদি ৷ News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস ও মমতা সরকারকে নিশানা করে মোদি বলেন, ‘বাংলার জনগণকে ভয় দেখাচ্ছে তৃণমূল ৷ বাংলায় প্রশাসনের সঙ্গে দুষ্কৃতীদের যোগ রয়েছে ৷ বাংলায় গুন্ডাগিরি চালাচ্ছে তৃণমূল ৷’ প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ‘বাংলার ভোটের থেকে শান্তিপূর্ণ জম্মু ও কাশ্মীরের ভোট ৷ সেখানেও এত অশান্তি হয় না ৷’
গতকাল কলকাতায় অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে ছড়ায় অশান্তি ৷ মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ ৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজস্ট্রিট চত্বর ৷ ছিল অমিত শাহের রোড শো। কিন্তু কালো পতাকা আর গো ব্যাক স্লোগানের মুখে পড়ে বেরিয়ে এল বিজেপির মিছিলের আসল চেহারা। গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের তাণ্ডব চলল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। তাণ্ডবে বিধ্বস্ত বিদ্যাসাগর কলেজও। মণীষী বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয় ৷ যার অভিযোগ উঠেছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে ৷
advertisement
গতকালের ঘটনায় বিজেপির ভূমিকা সমালোচনায় সরব রাজ্যের অধিকাংশ মানুষ ৷ এমতাবস্থায় দলের পক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসকেই প্রবল আক্রমণ মোদির ৷ বলেন, ‘বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নেই ৷ বাংলার পঞ্চায়েত ভোটেও হিংসা হয় ৷ বহু জয়ী প্রার্থী বাড়ি ফিরতে পারেননি ৷ অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ বাংলায় বিরোধীদের প্রচারে লাগাতার বাধা দেওয়া হচ্ছে ৷ বিজেপিকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ কপ্টার নামার অনুমতি দিচ্ছে না প্রশাসন ৷’
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগে প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল হয় এ রাজ্যে বিজেপির প্রচার কর্মসূচি ৷ কপ্টার নামানোর অনুমতি না পাওয়ায় রাজ্যে প্রচারে আসতে পারেননি যোগী আদিত্যনাথ ৷ এদিনও বাংলায় প্রচার কর্মসূচি রয়েছে মোদির ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2019 2:36 PM IST