Amit Shah-Bhupesh Baghel: ‘আমি বিতর্কে রাজি!’ ফাঁকা সোফার ছবি দিয়ে শাহকে চ্যালেঞ্জ জানালেন বাঘেল

Last Updated:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিতর্কের জন‍্য আমন্ত্রণ জানিয়ে শিরোনামে ছত্তিশগঢ়ে মুখ‍্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল।

মঙ্গলবার ছত্তিশগঢ়ে  ২০২৩ বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি-কংগ্রেস তরজা জারি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিতর্কের জন‍্য আমন্ত্রণ জানিয়ে শিরোনামে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। মুখ‍্যমন্ত্রীর পোস্ট করা ফাঁকা সোফার ছবি ইতিমধ‍্যেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
একটি ফাঁকা সোফার একদিকে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। অন‍্যদিকে লেখা ছত্তিশগঢ়ের মুখ‍্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম। নিজের X হ‍্যান্ডেলে এই ফাঁকা সোফাটির ছবি দিয়ে ভূপেশ বাঘেলে লিখেছেন,‘‘ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ! যে পান্ডারিয়া অ্যাসেম্বলিতে (আসন) আপনি আমাকে কাজ (আমার সরকার কর্তৃক করা) নিয়ে বিতর্ক করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, সেই একই পাণ্ডারিয়া বিধানসভায় গিয়ে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনি এখনও মঞ্চ, তারিখ এবং সময় বলেননি … তবে জনসাধারণ মঞ্চ প্রস্তুত করেছে,’’। ‘‘দয়া করে তারিখ এবং সময় জানান’’, জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
advertisement
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগেই অমিত শাহ কংগ্রেসের বিজেপি নেতাদের রিপোর্ট কার্ড দেখানোর প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘‘রিপোর্ট কার্ড কীভাবে চাইছেন? আমি চ‍্যালেঞ্জ জানাচ্ছি, আপনি ৫ বছরে যা করেছেন আর মোদিজি ১৫ বছরে যা করেছেন তাই নিয়ে বিতর্ক করুন।’’
advertisement
কংগ্রেস নেতা তথা মুখ‍্যনমন্ত্রী ভূপেশ বাঘেল অমিত শাহের এই চ‍্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন। বিতর্কের ময়দানে নামতে তিনি প্রস্তুত। X হ‍্যান্ডেলে তাঁর পোস্টে এ কথাই স্পষ্ট করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah-Bhupesh Baghel: ‘আমি বিতর্কে রাজি!’ ফাঁকা সোফার ছবি দিয়ে শাহকে চ্যালেঞ্জ জানালেন বাঘেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement