Election Commission on SIR: বিহারে ভোট মিটলেই বাংলা সহ গোটা দেশে SIR? কমিশন সূত্রে বিরাট আপডেট

Last Updated:

বিহারে অনেক দিনই এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা৷

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
বিহারে ভোট পর্ব মিটলেই গোটা দেশ জুড়ে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হতে পারে৷ জাতীয় নির্বাচন কমিশন এরকমই পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর৷
দেশজুড়ে এসআইআর শুরু করার আগে আগামী ১০ সেপ্টেম্বর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ ওই বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে দশটি প্রশ্নের উত্তর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আকারে চাওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট রাজ্যে বর্তমানে ভোটার সংখ্যা কত, শেষবার এসআইআর কবে হয়েছিল, নাগরিকত্ব যাচাই করতে অতিরিক্ত কোন কোন নথি লাগবে, এরকম দশটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷
advertisement
দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন৷ গত ২৪ জুন, বিহার নিয়ে নির্দেশিকাতেই গোটা দেশে এসআইআর শুরু করার ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছিল, যেহেতু বিহারে এ বছরই নির্বাচন নির্ধারিত হয়ে রয়েছে, তাই আগে সেখানে এসআইআর শুরু হবে৷ এর পর গোটা দেশেই এই প্রক্রিয়া চালু করবে কমিশন৷ সেই সূচি পরবর্তী সময়ে প্রকাশ করবে কমিশন৷
advertisement
advertisement
বিহারে অনেক দিনই এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা৷ ইতিমধ্যেই এসআইআর-এর প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে৷ বিরোধীদের অভিযোগ, ভোটে জিততে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়ে নতুন ভোটারদের নাম যোগ করা হচ্ছে৷ যদিও নির্বাচন কমিশন কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের পাল্টা দাবি, বিহারে কংগ্রেসের জেলা সভাপতিরা যে বুথ স্তরের এজেন্টদের নাম সুপারিশ করছিলেন, খসড়া তালিকা প্রকাশের পর তাঁরা কেউ একজনও ভোটারের নাম নিয়ে আপত্তি জানাননি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Election Commission on SIR: বিহারে ভোট মিটলেই বাংলা সহ গোটা দেশে SIR? কমিশন সূত্রে বিরাট আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement