Election Commission on SIR: বিহারে ভোট মিটলেই বাংলা সহ গোটা দেশে SIR? কমিশন সূত্রে বিরাট আপডেট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিহারে অনেক দিনই এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা৷
বিহারে ভোট পর্ব মিটলেই গোটা দেশ জুড়ে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হতে পারে৷ জাতীয় নির্বাচন কমিশন এরকমই পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর৷
দেশজুড়ে এসআইআর শুরু করার আগে আগামী ১০ সেপ্টেম্বর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ ওই বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে দশটি প্রশ্নের উত্তর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আকারে চাওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট রাজ্যে বর্তমানে ভোটার সংখ্যা কত, শেষবার এসআইআর কবে হয়েছিল, নাগরিকত্ব যাচাই করতে অতিরিক্ত কোন কোন নথি লাগবে, এরকম দশটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷
advertisement
দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন৷ গত ২৪ জুন, বিহার নিয়ে নির্দেশিকাতেই গোটা দেশে এসআইআর শুরু করার ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছিল, যেহেতু বিহারে এ বছরই নির্বাচন নির্ধারিত হয়ে রয়েছে, তাই আগে সেখানে এসআইআর শুরু হবে৷ এর পর গোটা দেশেই এই প্রক্রিয়া চালু করবে কমিশন৷ সেই সূচি পরবর্তী সময়ে প্রকাশ করবে কমিশন৷
advertisement
advertisement
বিহারে অনেক দিনই এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা৷ ইতিমধ্যেই এসআইআর-এর প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে৷ বিরোধীদের অভিযোগ, ভোটে জিততে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়ে নতুন ভোটারদের নাম যোগ করা হচ্ছে৷ যদিও নির্বাচন কমিশন কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের পাল্টা দাবি, বিহারে কংগ্রেসের জেলা সভাপতিরা যে বুথ স্তরের এজেন্টদের নাম সুপারিশ করছিলেন, খসড়া তালিকা প্রকাশের পর তাঁরা কেউ একজনও ভোটারের নাম নিয়ে আপত্তি জানাননি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 5:09 PM IST