Maharashtra assembly elections: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোট কবে? মঙ্গলবার ঘোষণা করবে নির্বাচন কমিশন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি৷
নয়াদিল্লি: আজই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ দুই রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷
মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি৷ তবে দুই রাজ্যের নির্বাচন প্রক্রিয়াই একসঙ্গে সেরে ফেলবে কমিশন৷
advertisement
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১৷ গত পাঁচ বছরে এই দুই রাজ্যই চরম রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী থেকেছে৷ মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি-র মহাজোট সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি-র নতুন জোট সরকার৷ ভাঙন ধরেছে শিবসেনা এবং এনসিপি-তে৷
advertisement
অন্যদিকে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে৷ জামিন পেয়ে তিনি অস্থায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরিয়ে দিয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই বিজেপিতে যোগ দিয়েছেন চম্পাই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 11:21 AM IST