Maharashtra assembly elections: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোট কবে? মঙ্গলবার ঘোষণা করবে নির্বাচন কমিশন

Last Updated:

মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি৷

নয়াদিল্লি: আজই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ দুই রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷
মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি৷ তবে দুই রাজ্যের নির্বাচন প্রক্রিয়াই একসঙ্গে সেরে ফেলবে কমিশন৷
advertisement
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১৷ গত পাঁচ বছরে এই দুই রাজ্যই চরম রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী থেকেছে৷ মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি-র মহাজোট সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি-র নতুন জোট সরকার৷ ভাঙন ধরেছে শিবসেনা এবং এনসিপি-তে৷
advertisement
অন্যদিকে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে৷ জামিন পেয়ে তিনি অস্থায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরিয়ে দিয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই বিজেপিতে যোগ দিয়েছেন চম্পাই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra assembly elections: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোট কবে? মঙ্গলবার ঘোষণা করবে নির্বাচন কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement