Election Commission: ভূতুড়ে ভোটার সংক্রান্ত অভিযোগের জের? দিল্লিতে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন! বড় নির্দেশ

Last Updated:

Election Commission: সব রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

Election Commission of India, West Bengal news, fake voters, voters list
Election Commission of India, West Bengal news, fake voters, voters list
নয়াদিল্লি: সব রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।
প্রত্যেকটি ইস্যু ভিত্তিক কী পদক্ষেপ করা হয়েছে আগামী ৩১ মার্চের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পরই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে ডেকে দু’দিনের গুরুত্বপূর্ণ সম্মেলনে বসে কমিশন।
advertisement
advertisement
তৃণমূলের সম্প্রতি ভূতুড়ে ভোটার নিয়ে একাধিক অভিযোগ তুলেছে, একই সময়ে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক দলগুলির যে কোনও প্রশ্ন বা ইস্যুর জবাব যেন সময় মতো দেওয়া হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, সব স্তরে নিয়মিত সর্বদলীয় বৈঠক করতে হবে।
advertisement
কমিশনের আধিকারিকদের নির্বাচনী আইন এবং নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে। প্রত্যেক বুথ স্তরের আধিকারিক যাতে ভোটারদের প্রতি সৌজন্যমূলক ব্যবহার করেন তার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভোটের সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে যাতে ভয় দেখানো না হয় তা নিশ্চিত করতে হবে, এও জানায় কমিশন।
বাংলা খবর/ খবর/দেশ/
Election Commission: ভূতুড়ে ভোটার সংক্রান্ত অভিযোগের জের? দিল্লিতে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন! বড় নির্দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement