Elections 2021: বাবার হয়ে প্রচারে নেমে রাস্তায় নেচে ফাটিয়ে দিলেন অভিনেত্রী কন্যা, ভিডিও ভাইরাল

Last Updated:

নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন রাজ্যে জুড়ে চলেছে প্রচার। তাতেই দেখা গেল প্রার্থীর মেয়ের নাচ৷

#চেন্নাই: তামিলনাড়ুতে চলছে ভোট৷ একদফাতেই (Tamil Nadu Elections 2021) ভোট হচ্ছে এই দক্ষিণী রাজ্যে৷ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন রাজ্যে জুড়ে চলেছে প্রচার। তাতে এবার সামিল হয়েছেন অভিনেতা কামাল হাসান৷ এবার ভোটে রয়েছে তাঁর দল মক্কল নিধি মাইয়ামকেও (Makkal Needhi Maiam) ৷ সেই দলের হয়ে প্রচার করেছেন কমল, সঙ্গে রয়েছেন তাঁর মেয়েরাও। কমল হাসান (Kamal Haasan)নির্বাচনী প্রচারে এসে জমিয়ে দিয়েছেন তাঁর মেয়ে অক্ষরা হাসান (Akshara Haasan) এবং খুরততো বোন সুহসিনী মণি রত্নমও (Suhasini Mani Ratnam)। দু'জনেই কামাস হাসানকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ভোট প্রচারে এসে রাস্তায় বিন্দাস নেচে সকলের মন জয় করেছেন কমল কন্যা৷ প্রচারের সেই ভিডিও ভেসে উঠেছে তামিলনাড়ুর ভোটের দিন৷ যা ভীষণভাবেই ভাইরাল৷
প্রচারের জন্য অক্ষরা এবং সুহাসিনী আলাদাভাবে কাজ করেছিলেন। তাঁদের দুজনের একটি ভিডিও (Akshara Haasan dance video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দুজনকেই প্রচারের সময় ড্রামে তালে তালে নাচতে দেখা গিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে অক্ষরা তাঁর বাবার সাথে প্রচার করছেন৷ বাবার হয়ে কয়ম্বাটরে (Coimbatore) প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচার সম্পর্কিত কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও পোস্ট করেছিলেন তিনি। অক্ষরা কমল হাসানের ছোট মেয়ে। তাঁর বড় মেয়ের নাম শ্রুতি হাসান। অমিতাভ বচ্চন এবং ধনুশের ছবি শমিতাভের (Shamitabh) মাধ্যমে বলিউডে পা রাখেন অক্ষয়া । এর পরে তিনি বহু হিন্দি ও তামিল ছবিতে কাজ করেছেন।
advertisement
advertisement
advertisement
ভোট শুরু হতেই সকাল সকাল কমল হাসান ও তাঁর দুই মেয়ে শ্রুতি ও অক্ষরা ভোট দিয়ে আসেন৷ সেই ছবিও সামনে এসেছে৷ সকলকে ভোট দিতে আবেদন করেন কমল কন্যারা৷ এতদিন তাঁদের বাবার পরিচয় ছিল সিনে সুপারস্টার হিসেবে৷ এবার ভোটে দাঁড়িয়ে জননেতা হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করলেন কমল৷ প্রথম শোনা গিয়েছিল যে রাজনীতি আসতে পারেন রজনীকান্ত৷ তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি থালাইভা৷
advertisement
advertisement
তামিলনাড়ুতে নির্বাচন চলছে ৷ কামাল হাসানের দল মক্কল নিধি মিম এই নির্বাচনে ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীণ অভিনেতা কমল হাসান নিজেই দক্ষিণ কোয়েম্বাটোর থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অভিনেতা কমল হাসানের বিপরীতে এই আসন থেকে বিজেপি মহিলা মোর্চার ভান্থি শ্রীনিবাসনকে মাঠে নামিয়েছেন। কে জিতবে, তা সময় বলবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elections 2021: বাবার হয়ে প্রচারে নেমে রাস্তায় নেচে ফাটিয়ে দিলেন অভিনেত্রী কন্যা, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement