Elections 2021: বাবার হয়ে প্রচারে নেমে রাস্তায় নেচে ফাটিয়ে দিলেন অভিনেত্রী কন্যা, ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন রাজ্যে জুড়ে চলেছে প্রচার। তাতেই দেখা গেল প্রার্থীর মেয়ের নাচ৷
#চেন্নাই: তামিলনাড়ুতে চলছে ভোট৷ একদফাতেই (Tamil Nadu Elections 2021) ভোট হচ্ছে এই দক্ষিণী রাজ্যে৷ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন রাজ্যে জুড়ে চলেছে প্রচার। তাতে এবার সামিল হয়েছেন অভিনেতা কামাল হাসান৷ এবার ভোটে রয়েছে তাঁর দল মক্কল নিধি মাইয়ামকেও (Makkal Needhi Maiam) ৷ সেই দলের হয়ে প্রচার করেছেন কমল, সঙ্গে রয়েছেন তাঁর মেয়েরাও। কমল হাসান (Kamal Haasan)নির্বাচনী প্রচারে এসে জমিয়ে দিয়েছেন তাঁর মেয়ে অক্ষরা হাসান (Akshara Haasan) এবং খুরততো বোন সুহসিনী মণি রত্নমও (Suhasini Mani Ratnam)। দু'জনেই কামাস হাসানকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ভোট প্রচারে এসে রাস্তায় বিন্দাস নেচে সকলের মন জয় করেছেন কমল কন্যা৷ প্রচারের সেই ভিডিও ভেসে উঠেছে তামিলনাড়ুর ভোটের দিন৷ যা ভীষণভাবেই ভাইরাল৷
প্রচারের জন্য অক্ষরা এবং সুহাসিনী আলাদাভাবে কাজ করেছিলেন। তাঁদের দুজনের একটি ভিডিও (Akshara Haasan dance video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দুজনকেই প্রচারের সময় ড্রামে তালে তালে নাচতে দেখা গিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে অক্ষরা তাঁর বাবার সাথে প্রচার করছেন৷ বাবার হয়ে কয়ম্বাটরে (Coimbatore) প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচার সম্পর্কিত কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও পোস্ট করেছিলেন তিনি। অক্ষরা কমল হাসানের ছোট মেয়ে। তাঁর বড় মেয়ের নাম শ্রুতি হাসান। অমিতাভ বচ্চন এবং ধনুশের ছবি শমিতাভের (Shamitabh) মাধ্যমে বলিউডে পা রাখেন অক্ষয়া । এর পরে তিনি বহু হিন্দি ও তামিল ছবিতে কাজ করেছেন।
advertisement
advertisement
advertisement
ভোট শুরু হতেই সকাল সকাল কমল হাসান ও তাঁর দুই মেয়ে শ্রুতি ও অক্ষরা ভোট দিয়ে আসেন৷ সেই ছবিও সামনে এসেছে৷ সকলকে ভোট দিতে আবেদন করেন কমল কন্যারা৷ এতদিন তাঁদের বাবার পরিচয় ছিল সিনে সুপারস্টার হিসেবে৷ এবার ভোটে দাঁড়িয়ে জননেতা হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করলেন কমল৷ প্রথম শোনা গিয়েছিল যে রাজনীতি আসতে পারেন রজনীকান্ত৷ তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি থালাইভা৷
advertisement
Tamil Nadu: Makkal Needhi Maiam chief Kamal Haasan, his daughters Shruti Haasan & Akshara Haasan stand in a queue as they await their turn to cast vote. Visuals from Chennai High School, Teynampet in Chennai.#TamilNaduElections pic.twitter.com/7zjjcGUjVV
— ANI (@ANI) April 6, 2021
advertisement
Chennai: Actor Rajinikanth casts vote at a polling booth in Stella Maris of Thousand Lights constituency#TamilNaduElections pic.twitter.com/PRPGVKE8kv
— ANI (@ANI) April 6, 2021
তামিলনাড়ুতে নির্বাচন চলছে ৷ কামাল হাসানের দল মক্কল নিধি মিম এই নির্বাচনে ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীণ অভিনেতা কমল হাসান নিজেই দক্ষিণ কোয়েম্বাটোর থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অভিনেতা কমল হাসানের বিপরীতে এই আসন থেকে বিজেপি মহিলা মোর্চার ভান্থি শ্রীনিবাসনকে মাঠে নামিয়েছেন। কে জিতবে, তা সময় বলবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2021 10:25 AM IST