কী কাণ্ড! ভাই তুষারের সঙ্গে ঝামেলায় পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন একতা কাপুর, কেন?
Last Updated:
#মুম্বই: প্রযোজক একতা কাপুর ও ভাই তুষার কাপুরের মধ্যে এমন ঝগড়া যে পুলিশ ডাকতে বাধ্য হলেন একতা! এমন ভাইবোনের সম্পর্ক দেখেছেন কখনও? ভাইবোনের ঝগড়ার কথা তো শুনেছেন, কিন্তু কী এমন ঝগড়া হতে পারে যার জেরে পুলিশ ডাকতে হয়? সেটা নিজেই জানিয়েছেন একতা৷
তিরুপতিতে বেড়াতে গিয়ে শুরু হয় ভাইবোনের ঝগড়া৷ ঝগড়া এমন পর্যায় পৌঁছয় যে দিদির নাকে ঘুঁষি মারেন তুষার৷ তখনই পুলিশে ফোন করেন তিনি৷ দা কপিল শর্মা শোয়ে এসে এই তথ্য ফাঁস করেন হিন্দি টেলিভশনের জনপ্রিয় প্রযোজক৷
advertisement
এরপর থেকে বেড়াতে গেলে কখনও এক গাড়িতে বসেন না একতা ও তুষার৷ তিরুপতির ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন দু’জনে৷ অন্যদিকে তুষার জানিয়েছেন যে ছোট থেকেই এমন সম্পর্ক তাদের৷ স্কুলে যাওয়ার সময় একে অপরের সঙ্গে ঝামেলায় শার্টের কলারের বোতাম ছিঁড়ে দিতেন! ছোট থেকেই এই ভাব এই আড়ি সম্পর্ক চলে আসছে একতা ও তুষারের মধ্যে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2019 4:44 PM IST