corona virus btn
corona virus btn
Loading

কী কাণ্ড! ভাই তুষারের সঙ্গে ঝামেলায় পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন একতা কাপুর, কেন?

কী কাণ্ড! ভাই তুষারের সঙ্গে ঝামেলায় পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন একতা কাপুর, কেন?
Photo Courtesy: Instagram
  • Share this:

#মুম্বই: প্রযোজক একতা কাপুর ও ভাই তুষার কাপুরের মধ্যে এমন ঝগড়া যে পুলিশ ডাকতে বাধ্য হলেন একতা! এমন ভাইবোনের সম্পর্ক দেখেছেন কখনও? ভাইবোনের ঝগড়ার কথা তো শুনেছেন, কিন্তু কী এমন ঝগড়া হতে পারে যার জেরে পুলিশ ডাকতে হয়? সেটা নিজেই জানিয়েছেন একতা৷

তিরুপতিতে বেড়াতে গিয়ে শুরু হয় ভাইবোনের ঝগড়া৷ ঝগড়া এমন পর্যায় পৌঁছয় যে দিদির নাকে ঘুঁষি মারেন তুষার৷ তখনই পুলিশে ফোন করেন তিনি৷ দা কপিল শর্মা শোয়ে এসে এই তথ্য ফাঁস করেন হিন্দি টেলিভশনের জনপ্রিয় প্রযোজক৷

আরও পড়ুন উঁকি দিচ্ছে উরু! স্বামীর কোলে বসে প্রেমে মশগুল প্রিয়াঙ্কা!

এরপর থেকে বেড়াতে গেলে কখনও এক গাড়িতে বসেন না একতা ও তুষার৷ তিরুপতির ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন দু’জনে৷ অন্যদিকে তুষার জানিয়েছেন যে ছোট থেকেই এমন সম্পর্ক তাদের৷ স্কুলে যাওয়ার সময় একে অপরের সঙ্গে ঝামেলায় শার্টের কলারের বোতাম ছিঁড়ে দিতেন! ছোট থেকেই এই ভাব এই আড়ি সম্পর্ক চলে আসছে একতা ও তুষারের মধ্যে৷

First published: June 26, 2019, 5:30 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर