Eknath Shinde Visits Kamakhya Temple: আগামিকালই মহারাষ্ট্রে আস্থা ভোট, মুম্বই ফেরার আগে কামাখ্যা মন্দিরে শিন্ডেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Eknath Shinde Visits Kamakhya Temple: শিন্ডে শিবিরের কাছে যে সংখ্যক বিধায়ক রয়েছে, তাতে উদ্ধব ঠাকরে সরকার যে সংখ্যালঘু, তা স্পষ্ট৷
#মুম্বাই: বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে বুধবার গুয়াহাটির রেডিসন ব্লু হোটেল থেকে বেরিয়ে পা রাখলেন কামাখ্যা মন্দিরে৷ সঙ্গে ছিলেন অন্য বিধায়কেরাও৷ শিন্ডে মন্দিরের বাইরে এসে সাংবাদিকদের বলেন যে তিনি বৃহস্পতিবার মুম্বই ফিরে আসবেন এবং নতুন সরকার গঠনের পদক্ষেপে অংশ নেবেন। তিনি পশ্চিম রাজ্যের আরও দুই বিধায়কের সঙ্গে এদিন ভোরেই ব্রহ্মপুত্রের তীরে নীলাচল পাহাড়ের মন্দিরে গিয়েছিলেন।
আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নির্দেশ দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি৷ আগামিকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় এই আস্থা ভোট হবে বলে রাজ ভবন থেকে মহারাষ্ট্র বিধানসভার সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে৷
advertisement
advertisement
আস্থা ভোটের দিনক্ষণ চূড়ান্ত হতেই গুয়াহাটি থেকে মুম্বাই ফিরছেন একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা৷ এ দিন সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দেন তাঁরা৷ তবে সরাসরি নয়, আজ বিকেলে অসম থেকে প্রথমে গোয়ায় পৌঁছবেন বিদ্রোহী বিধায়করা৷ এর পর সিআরপিএফ নিরাপত্তায় আগামিকাল সকালে মুম্বই পৌঁছবেন তাঁরা৷ উদ্দেশ্যটা স্পষ্ট, কোনওভাবেই উদ্ধব শিবির যাতে বিদ্রোহী বিধায়কদের কাছে না ঘেঁষতে পারে, তা নিশ্চিত করা৷
advertisement
তবে মহারাষ্ট্রের রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরে শিবির৷ সুপ্রিম কোর্টে তারা আবেদন করে জানিয়েছে, বিদ্রোহী ১৬ জন বিধায়ক এখনও সদস্যপদ খারিজ নিয়ে কোনও জবাব দেননি৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশ বেআইনি বলেই দাবি উদ্ধব ঠাকরে শিবিরের৷
advertisement
সুপ্রিম কোর্টই জানিয়েছিল, আগামী ১২ জুলাইয়ের মধ্যে একনাথ শিন্ডে সহ এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে তাঁদের সদস্যপদ খারিজ নিয়ে বিধানসভার ডেপুটি স্পিকারকে জবাব দিতে হবে৷ শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, এই পরিস্থিতিতে আস্থা ভোট হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশেরই অবমাননা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 4:16 PM IST