Maharashtra CM crisis: অবশেষে কাটল মহারাষ্ট্র জট, শিন্ডের বাড়ি গিয়ে বরফ গলালেন ফড়ণবীশ! চলছে দর কষাকষি

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে গত ১১ দিন ধরে টানাপোড়েন চলছিল৷

কাটল মহারাষ্ট্রের জট? ফাইল ছবি
কাটল মহারাষ্ট্রের জট? ফাইল ছবি
মুম্বাই: অবশেষে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনে যবনিকা পড়তে চলেছে? সূত্রের খবর, মান অভিমান পর্ব মিটিয়ে শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হয়েছেন একনাথ শিন্ডে৷ তবে দর কষাকষি এখনও শেষ হয়নি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে৷ মন্ত্রিসভায় মহাজুটির শরিক তিন দলের কার হাতে কোন দফতর থাকবে, তা নিয়ে এখনও শেষ মুহূর্তের আলোচনা চলছে৷
মঙ্গলবার বিকেলে একনাথ শিন্ডের সরকারি আবাসন বর্ষায় হাজির হন মহারাষ্ট্রের সম্ভাব্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ সেখানে দুই নেতার মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়৷ সূত্রের খবর, এই বৈঠকেই বরফ গলে৷ বিজেপির প্রস্তাব মেনে নিয়ে উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হন শিন্ডে৷
advertisement
advertisement
ভোটের ফল বেরনোর পর গত সপ্তাহে দিল্লিতে গিয়ে অমিত শাহ সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সারেন দেবেন্দ্র ফড়ণবীশ, একনাশ শিন্ডে এবং অজিত পাওয়ার৷ সেই বৈঠকের পর এই প্রথম মুখোমুখি হলেন শিন্ডে এবং ফড়ণবীশ৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে গত ১১ দিন ধরে টানাপোড়েন চলছিল৷ বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশের নাম চূড়ান্ত করেছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নিজের অসন্তোষ স্পষ্ট করে দেন শিন্ডে৷ তাঁর দলের নেতারা জানিয়েও দেন, উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না শিন্ডে৷ তাঁদের যুক্তি ছিল, মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর কাউকে উপমুখ্যমন্ত্রীর পদে মানায় না৷ শিন্ডে অবশ্য মুখে দাবি করেছিলেন, বিজেপি-র সিদ্ধান্তই তিনি মেনে নেবেন৷ নতুন সরকারে পূর্ণ সমর্থন থাকবে তাঁর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra CM crisis: অবশেষে কাটল মহারাষ্ট্র জট, শিন্ডের বাড়ি গিয়ে বরফ গলালেন ফড়ণবীশ! চলছে দর কষাকষি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement