Maharashtra CM crisis: অবশেষে কাটল মহারাষ্ট্র জট, শিন্ডের বাড়ি গিয়ে বরফ গলালেন ফড়ণবীশ! চলছে দর কষাকষি

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে গত ১১ দিন ধরে টানাপোড়েন চলছিল৷

কাটল মহারাষ্ট্রের জট? ফাইল ছবি
কাটল মহারাষ্ট্রের জট? ফাইল ছবি
মুম্বাই: অবশেষে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনে যবনিকা পড়তে চলেছে? সূত্রের খবর, মান অভিমান পর্ব মিটিয়ে শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হয়েছেন একনাথ শিন্ডে৷ তবে দর কষাকষি এখনও শেষ হয়নি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে৷ মন্ত্রিসভায় মহাজুটির শরিক তিন দলের কার হাতে কোন দফতর থাকবে, তা নিয়ে এখনও শেষ মুহূর্তের আলোচনা চলছে৷
মঙ্গলবার বিকেলে একনাথ শিন্ডের সরকারি আবাসন বর্ষায় হাজির হন মহারাষ্ট্রের সম্ভাব্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ সেখানে দুই নেতার মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়৷ সূত্রের খবর, এই বৈঠকেই বরফ গলে৷ বিজেপির প্রস্তাব মেনে নিয়ে উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হন শিন্ডে৷
advertisement
advertisement
ভোটের ফল বেরনোর পর গত সপ্তাহে দিল্লিতে গিয়ে অমিত শাহ সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সারেন দেবেন্দ্র ফড়ণবীশ, একনাশ শিন্ডে এবং অজিত পাওয়ার৷ সেই বৈঠকের পর এই প্রথম মুখোমুখি হলেন শিন্ডে এবং ফড়ণবীশ৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে গত ১১ দিন ধরে টানাপোড়েন চলছিল৷ বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশের নাম চূড়ান্ত করেছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নিজের অসন্তোষ স্পষ্ট করে দেন শিন্ডে৷ তাঁর দলের নেতারা জানিয়েও দেন, উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না শিন্ডে৷ তাঁদের যুক্তি ছিল, মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর কাউকে উপমুখ্যমন্ত্রীর পদে মানায় না৷ শিন্ডে অবশ্য মুখে দাবি করেছিলেন, বিজেপি-র সিদ্ধান্তই তিনি মেনে নেবেন৷ নতুন সরকারে পূর্ণ সমর্থন থাকবে তাঁর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra CM crisis: অবশেষে কাটল মহারাষ্ট্র জট, শিন্ডের বাড়ি গিয়ে বরফ গলালেন ফড়ণবীশ! চলছে দর কষাকষি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement