নিহতদের শ্রদ্ধা, আলো নিভল আইফেল টাওয়ারের

Last Updated:
#প্যারিস:  নিভল আলো। অন্ধকারে প্যারিসের আইফেল টাওয়ার। শুক্রবার প্যারিসের সকালটা ছিল অন্যদিনের মতোই। দিনের ব্যস্ততা কাটিয়ে প্যারিস তখন তৈরি উইকএন্ডের মজা লুটতে। প্যারিস সেন্ট্রাল স্টেডিয়াম দর্শকে ভর্তি। রেস্তোরাঁ, কফিশপ, আর্ট সেন্টারে আড্ডা, আলোচনা, গল্প সবই যেন নিমেষে উবে গেল ৷ সব কিছুর এক মর্মান্তিক শেষ। জঙ্গি হানায় তখন প্রেমের শহর, শিল্পের শহর রক্তাক্ত। চারিদিকে কান্নার রোল। পণবন্দি বহু মানুষ। ছবির শহর রং বদলে গেল রক্তের লালে, ঘন কালো অন্ধকারে, বিস্ফোরণের ধোঁয়ায়। সারা বিশ্ব হতহবাক। অন্যদিকে শয়তানের হাসি হেসে, হামলার স্বীকারোক্তি ISIS-এর। নিহতের সংখ্যা দেড়শোর বেশি।
new world trade centre
বাতি নিভল আইফেল টাওয়ারের উজ্জ্বল আলোর। উজ্জ্বল ইতিহাসকে সঙ্গে করে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার যেন ধিক্কার জানালো গোটা বিষয়কে। সঙ্গে নিহতের প্রতি শ্রদ্ধা। আইফেল টাওয়ারের আলো নিভতেই ফ্রান্সের পতাকার রং ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে । গোটা বিশ্বের মানুষ জানিয়ে দিল তারা আছেন সঙ্গে । নিউইয়র্কে নতুন করে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেজে উঠল ফ্রান্সের পতাকায়, বাদ পড়ল না সান ফ্রানসিস্কোর সিটি হলও।
advertisement
advertisement
san fransisco city hall
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আইফেল টাওয়ারের রেপ্লিকা । পাশে আছি ফ্রান্স। আমরাও সমব্যথিত। গোটা বিশ্বে একই মন্ত্র উচ্চারণ।
বাংলা খবর/ খবর/দেশ/
নিহতদের শ্রদ্ধা, আলো নিভল আইফেল টাওয়ারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement