Eid Ul-Fitr 2025: দেখা দিল পবিত্র ইদের চাঁদ...! ভারতে ৩১ মার্চ পালিত হবে খুশির ইদ, হয়ে গেল দিন ঘোষণা

Last Updated:

Eid Ul-Fitr 2025: অবশেষে ভারতের আকাশে দেখা গেল পবিত্র ইদের চাঁদ। সোমবার, ৩১ মার্চ এ দেশে পালিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর।

দেখা দিল ইদের পবিত্র চাঁদ
দেখা দিল ইদের পবিত্র চাঁদ
নয়াদিল্লি: অবশেষে ভারতের আকাশে দেখা গেল পবিত্র ইদের চাঁদ। সোমবার, ৩১ মার্চ এ দেশে পালিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর। রবিবার সন্ধ্যায় ইদের দিন ঘোষণা করেছে কলকাতার নাখোদা মসজিদ। চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল মুন সাইটিং কমিটির চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি।
২৯ মার্চ চাঁদ দেখার মধ্যে দিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শেষ হয়। এক মাসব্যাপী রোজা পালনের পর এই দুই দেশেই ইদ-উল-ফিতর উদযাপিত হবে আজ, ৩০ মার্চ।
advertisement
তবে ভারতে দিনটি পালিত হবে ৩১ মার্চ। প্রসঙ্গত, ২ মার্চ শুরু হয় পবিত্র রমজান মাস। শেষে পবিত্র চাঁদ মুখ দেখাতেই দেশ জুড়ে ইদ-উল-ফিতর ঘোষিত হল ৩১ মার্চ। লখনউ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি জানান, “আজ ভারতে চাঁদ দেখা গিয়েছে। অর্থাৎ ইদ-উল-ফিতর ৩১ মার্চ উদযাপিত হবে। লখনউ ইদগাহে সকাল ১০ টায় নামাজ পড়া হবে…”
advertisement
প্রসঙ্গত, শাওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর উদযাপন করেন মুসলিমরা। ইসলামিক লুনার ক্যালেন্ডার অনুযায়ী এটাই দশম মাস। ইদ-উল-ফিতর মুসলিমদের কাছে খুশির পরব। এখানে ‘ইদ’-এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’-এর অর্থ ‘উপোস ভাঙা’। একমাসের রোজা ভেঙে উৎসব পালন করা হয় ইদ-উল-ফিতরের দিন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eid Ul-Fitr 2025: দেখা দিল পবিত্র ইদের চাঁদ...! ভারতে ৩১ মার্চ পালিত হবে খুশির ইদ, হয়ে গেল দিন ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement