কর্মীরা অফিসে ঢুকলে গেটে তালা! কেউ বেরোতে পারবে না! ভয়ানক কাণ্ড ঘটাল এক সংস্থা

Last Updated:

Edtech company Coding Ninjas: কর্মচারীরা অফিসে ঢুকলে বেরোতে পারবেন না! গেটে তালা! এই সংস্থার কাণ্ড ভাইরাল।

নয়াদিল্লি: এডটেক ফার্ম কোডিং নিনজাস-এর কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই কোম্পানি এমন এক কাজ করেছে যা কেউ ভাবতেও পারে না।
ম্যানেজারের অনুমতি ছাড়া কর্মচারীরা যাতে অফিস থেকে বেরোতে না পারে তাই অফিসের মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কোম্পানির এই কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কোডিং নিনজা ট্রোলড।
সংস্থাটি শেষমেশ ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে তাতেও লোকজন এই সংস্থার সমালোচনা করতে ছাড়ছে না।
advertisement
advertisement
আরও পড়ুন- কারও ছেলে, কারও স্বামী, দেখে চেনাই যাচ্ছে না! ১০১টি মৃতদেহের ‘পরিচয়’ নেই
কোডিং নিনজার প্রধান কার্যালয় নয়াদিল্লিতে। প্রতিষ্ঠানটির চারটি অফিস রয়েছে। এই লজ্জাজনক ঘটনা ঘটেছে গুরুগ্রাম অফিসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গার্ড কোম্পানির প্রধান গেটে তালা লাগিয়ে দিচ্ছেন।
তাঁকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ম্যানেজার তাঁকে এমনটা করতে বলেছেন। এখন কোম্পানি বলছে, ম্যানেজারের এমন আদেশের দায় সংস্থার নয়। কারণ সংস্থার তরফে এমন নির্দেশ দেওয়া হয়নি।
advertisement
ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাংশু অটল নামে এক ব্যক্তি লিঙ্কডইনে একটি ভিডিও শেয়ার করে ঘটনাটি প্রকাশ্যে আনেন। ভিডিওটি শেয়ার করে অটল লিখেছেন, “ফ্রেশার ও জুনিয়র কর্মচারীদের শোষণ করা হচ্ছে। তাদের অফিসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
ভিডিওটি শেয়ার করে রবি হান্ডা নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “ভারতীয় এডটেক প্রতিষ্ঠাতারা এখন কর্মীদের ছাঁটাই করছেন। এখানে ছাড়া অন্য কোথাও কেউ এমন করার সাহস করতে পারে না।
advertisement
অটলের এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায় লিঙ্কডইন, টুইটার এবং ফেসবুকে। ফেসবুক ব্যবহারকারীরা ‘টক্সিক ওয়ার্ক কালচার’ তৈরির বিষয়ে নিনজাদের কোডিং নিয়ে ক্লাস নেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনার পরে সংস্থাটি ক্ষমা চেয়েছে।
আরও পড়ুন- ছবি-Selfie তোলার হিড়িক..! চালু বন্দে ভারত, জগন্নাথ, পুরী স্পেশাল! ছন্দে কি ফিরল?
সংস্থাটি একটি টুইটে লিখেছে, “এটি অনিচ্ছাকৃত ভুল। গত সাত বছর ধরে ভারতে আমরা পরিষেবা দিচ্ছি। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এই ঘটনার কারণে অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
বাংলা খবর/ খবর/দেশ/
কর্মীরা অফিসে ঢুকলে গেটে তালা! কেউ বেরোতে পারবে না! ভয়ানক কাণ্ড ঘটাল এক সংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement