‘ইডি সব ভিত্তিহীন অভিযোগ করছে আমার বিরুদ্ধে’, ভিডিও বার্তায় দাবি চোকসির
Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে নীরবতা ভাঙলেন মেহুল চোকসি ৷
৪০০ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যাবসায়ী মেহুল চোকসি অ্যান্টিগুয়া থেকে ভিডিও বার্তায় সাফ জানিয়ে দেন, ‘জালিয়াতির অভিযোগ মিথ্যা ৷ ইডি সব ভিত্তিহীন অভিযোগ করেছে ৷’
অ্যান্টিগুয়া থেকে চোকসির আইনজীবী একটি ভিডিও বার্তা পাঠান ৷ সেই ভিডিও বার্তাতেই চোকসি দাবি করেন, ইডি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ৷ চোকসির বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলি একেবারেই ভিত্তিহীন ৷
advertisement
advertisement
চোকসি আরও বলেন, ভারতে তাঁর কোম্পানির ৪ হাজারেরও বেশি শাখা রয়েছে ৷ কোনও একটি কিংবা একাধিক শাখায় আর্থিক গাফিলতির জেরেই ঘটনাটি তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইডি ৷ তবে, এই ঘটনায় তিনি সরাসরি জড়িত নেই বলেই দাবি করেছেন চোকসি ৷
advertisement
এর পাশাপাশি কিছুদিন আগেই চোকসি জানিয়েছিলেন, ভারতে ফেরার জন্য পাসপোর্ট নেই তার কাছে ৷ গত ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের তরফ থেকে বাতিল করে দেওয়া হয় চোকসির পাসপোর্টের আবেদন ৷ নিরাপত্তাজনিত কারণে বাতিল করে দেওয়া হয় তার পাসপোর্ট ৷ কিন্তু নিরাপত্তার কথা বলতে আদতে কি বলতে চাইছে মুম্বইয়ের পাসপোর্ট অফিস ৷ সেই বিষয়ে কোনও তথ্য মেলেনি পাসপোর্টের অফিস থেকে ৷ এমনটাই দাবি চোকসির ৷
advertisement
#WATCH Antigua: PNB Scam accused Mehul Choksi says, "all the allegations leveled by ED are false and baseless." pic.twitter.com/hkanruj9wl
— ANI (@ANI) September 11, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2018 3:04 PM IST