আস্থাভোটে জয়ী পালানিস্বামী

Last Updated:

তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হলেন পালানিস্বামী ৷

#চেন্নাই: আস্থাভোটে জয়ী পালানিস্বামী ৷ তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হলেন পালানিস্বামী ৷ ভোটে অংশ নেয়নি ডিএমকে-কংগ্রেস ৷ ধ্বনিভোটে ১২২ AIADMK বিধায়কের আস্থা পেয়েছেন তিনি ৷ পালানিস্বামীতে অনাস্থা জানিয়েছে ১১ AIADMK বিধায়ক ৷
এদিন আস্তাভোট ঘিরে তুলকালাম শুরু হয় তামিলনাড়ু বিধানসভায় ৷ আস্থাভোট শুরু হতেই অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন, গোপন ব্যালটে ভোট নয় ৷ ধ্বনিভোটে আস্থা অর্জন করতে হবে পালানিস্বামীকে ৷ এরপর থেকেই শুরু হয়ে যায় প্রতিবাদ ৷ দুপুর ১ পর্যন্ত মুলতুবি করা হয়েছে আস্থাভোট ৷ গোপন ব্যালটে ভোটের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে DMK বিধায়করা ৷ ব্যালট ছিঁড়ে ফেলে প্রতিবাদ বিধায়কদের ৷ বেঞ্চের উপর দাঁড়িয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা ৷ ছুঁড়ে ফেলা হয় চেয়ার ও মাইক্রোফোন ৷ ভাঙচুর করা হয় অধ্যক্ষের টেবিলও ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধানসভা ভবনে পাঠানো হয় বিশাল পুলিশবাহিনী ৷ অধ্যক্ষ পি ধনপালকে হেনস্থার অভিযোগে DMK বিধায়কদের কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
দুপুর তিনটে পর্যন্ত মুলতুবি থাকার পর ফের শুরু হয় অধিবেশন ৷ তামিলনাড়ুর বিধানসভায় সদস্যসংখ্যা ২৩৪ ৷ আস্থাভোটে ম্যাজিক ফিগার ১১৬ ৷ ১২২টি আস্থা ভোট পেয়ে তামিলনাড়ুর  জয়ী পালানিস্বামী ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
আস্থাভোটে জয়ী পালানিস্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement