National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দিল ইডি! চলতি মাসেই শুনানির সম্ভাবনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
National Herald Case: রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড এবং এসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংক্রান্ত মামলায় চার্জশিট দিল ইডি।
নয়াদিল্লি: রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড এবং এসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংক্রান্ত মামলায় চার্জশিট দিল ইডি।
ইডির চার্জশিটে সুমন দুবে-সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ২৫ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিটগুলি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা সম্পূর্ণভাবে উন্মত্ত প্রতিহিংসা এবং ভয় দেখানোর রাজনীতি ছাড়া আর কিছুই নয়। পাশাপশি, তিনি ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে ইডির পদক্ষেপকে ‘রাষ্ট্র পরিচালিত অপরাধ’ বলে অভিহিত করেছেন।
advertisement
advertisement
২০১৪ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দিল্লি আদালতে দ্বারা দায়ের করা একটি মামলার ভিত্তিতে ন্যাশনাল হেরাল্ড মামলা শুরু হয়। ২০২১ সালে তদন্তভার নেয় ইডি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে হওয়া এই মামলায় নাম জড়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির।
advertisement
নভেম্বর ২০২৩ সালের নভেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (AJL) ৬৬১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং ৯০.২ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত করে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেছেন, সরকার কংগ্রেসকে ‘পঙ্গু’ করার চেষ্টা করছে। পাশাপাশি ইডির পদক্ষেপকে তিনি ‘গণতন্ত্রের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 8:46 PM IST