#নয়াদিল্লি: দেশজোড়া সমালোচনা ও বিতর্কের ঝড়ের পর এবার নির্বাচন কমিশনের নোটিসের মুখে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ৷ মালেগাঁও বিস্ফোরণের প্রধান চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং সম্প্রতি মন্তব্য করেন তাঁর অভিশাপেই মৃত্যু শহিদ আইপিএস হেমন্ত করকরের ৷
যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, অশোক চক্র পাওয়া সেই মুম্বই এটিএসের প্রধানকে দেশদ্রোহী বলে দেগে দিলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বীর দাবি, তাঁর অভিশাপেই নাকি মৃত্যু হয় হেমন্ত করকরের। এই মন্তব্যে সমালোচনার ঝড়। বিড়ম্বনায় পড়ে, ‘সাধ্বীর মন্তব্য দলের নয়’ বলে দূরত্ব তৈরির চেষ্টা বিজেপির। স্বতঃপ্রণোদিত ভাবে এ নিয়ে তদন্ত শুরু করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে সাধ্বী বিরুদ্ধে জারি্ নোটিস ৷ যদিও দিনের শেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান সাধ্বী প্রজ্ঞা ৷
বিজেপি কর্মীদের এক জনসভায় এই মন্তব্য করেছিলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী ৷ জেলা নির্বাচন কমিশনার ও ভোপাল কালেকটর সুদাম খাদে সংবাদ সংস্থাকে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এই মন্তব্যের জন্য জবাব চেয়ে সাধ্বী প্রজ্ঞা ও অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷
সাধ্বী প্রজ্ঞার বেফাঁস মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছে বিজেপি ৷ সাধ্বী প্রজ্ঞার সমর্থনে এদিন মুখ খুলেছেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ সরাসরি রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা টেনে বলেন, জামিনে মুক্ত রাহুল গান্ধি যদি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তাহলে সাধ্বী প্রজ্ঞা কেন নয়?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Elections 2019, Hemant Karkare, Lok Sabha elections 2019, Notice to Pragya Thakur, Pragya Thakur