KFC-এর চিকেন খেলেই পাপ ! ফতোয়া জারি করল বরেলির দরগা-এ-আলা হজরত

Last Updated:

বরেলির দরগা ফতোয়া জারি করল কেফসি-র চিকেন খাওয়ার বিরুদ্ধে ৷

#বরেলি: বরেলির দরগা ফতোয়া জারি করল কেফসি-র চিকেন খাওয়ার বিরুদ্ধে ৷ ফতোয়া অনুযায়ী, মুসলিম সম্প্রদ্বায়ের মানুষদের কেএফসি-র চিকেন খাওয়া থেকে বিরত থাকার কথা জানানো হল ৷ দরগা-এ-আলা হজরতের মুফতি সলিম নুরি-র কথায়, কেএফসি-র মাংস খাওয়া একেবারেই ইসলাম ধর্মের বিরুদ্ধে ৷ কারণ, কেএফসি-র মাংসা হালাল হওয়া মাংস নয় ৷ কেফএসি-র কোনও দোকানই মুসলমি কাস্টোমারের সামনে মাংস রান্না করে না ৷ তাই এই ধরণের কাজ একেবারেই ইসলামের নিয়ম বিরুদ্ধ ৷
শুধু তাই নয়, এই সম্পর্কে আরও বলেন সলিম নুরি ৷ তিনি স্পষ্ট জানান, ‘দোকানের সামনে যদি হালাল সম্পর্কীত সার্টিফিকেটও লাগানো হয়, তাহলে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় ৷ কারণ কেএফসি কোম্পানি কখনই বিস্তারিতভাবে জানায় না, তাদের তৈরি খাবার গুলো ঠিক কীভাবে তৈরি করা হয়েছে ৷’
নুরি-র কথায়, ‘কেএফসি ও এই জাতীয় যেকোনও দোকান কখনই নিজেদের খাবার ইসলামের নিয়মকানুন মেনে তৈরি করে না ৷ তাই এই ধরণের খাবার খাওয়া মানে ইসলামকে অসম্মান করা ৷ কেএফসির মাংস খাওয়া মানে হারামকে প্রশ্রয় দেওয়া ৷’
advertisement
advertisement
তবে শুধু কেএফসি নয় ৷ এর আগে জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ নিয়েও ফতোয়া দারি করেছিল দরগা-এ-আলা হজরত ৷ ফতোয়ায় বলা হয়েছিল ‘পোকেমন গো’ খেলাটি শরিয়তের নিয়ম বিরুদ্ধে ৷ এই খেলা শয়তানে শক্তিকে বৃদ্ধির কথা বলে ৷ যা ইসলাম আইনের বিরুদ্ধে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KFC-এর চিকেন খেলেই পাপ ! ফতোয়া জারি করল বরেলির দরগা-এ-আলা হজরত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement