Rail Loco pilot facilities: চালকদের পাশেই আছে রেল! কী কী সুবিধা পান লোকো পাইলটরা?

Last Updated:

চালকদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রাম কক্ষ। এই শান্ত এবং নির্মল পরিবেশ বিশ্রামের জন্য অত্যাবশ্যক। ডাইনিং রুমও রয়েছে তাঁদের জন্য। সেখানে মেলে পুষ্টিকর খাবার। চালকদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ব্যবস্থা। রয়েছে মেডিটেশন রুমও।

কী কী সুবিধা পান ট্রেনচালকরা
কী কী সুবিধা পান ট্রেনচালকরা
কলকাতা: রেল দুর্ঘটনার হার বাড়ার ফলে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে চালকদের গাফিলতি নিয়ে। ট্রেনচালকরা কি পর্যাপ্ত বিশ্রাম পান? সে নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এর পরই রেলের পক্ষ থেকে কিছু জিনিস স্পষ্ট করা হয়। রেল কর্তৃপক্ষ জানান, লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের যথাযথ আরাম এবং মানসিক শান্তি প্রদানের অঙ্গীকার করে পূর্ব রেলওয়ে। বিশ্বমানের আধুনিক সুবিধাসহ রানিং রুম আপগ্রেড করার মাধ্যমে চালকদের স্বাচ্ছন্দের ব্যবস্থা করার কথাও জানায় রেলওয়ে। গত কয়েকদিন ধরে লাগাতার এই প্রচার চালাচ্ছে পূর্ব রেল।
ইস্টার্ন রেলওয়ে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের কাজের অবস্থা এবং মানসিক শান্তি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে।লোকো পাইলটদের কাজটি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বের, যার জন্য অত্যন্ত মনোযোগ এবং দৃঢ় মানসিকতার প্রয়োজন। তাই পূর্ব রেলওয়ে রানিং রুমগুলিতে বিশ্বমানের অত্যাধুনিক সুবিধা তৈরি করতে ব্যাপক সংস্কার করেছে, যা লোকো পাইলটদের সামগ্রিক চাহিদা পূরণ করছে।
advertisement
advertisement
চালকদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রাম কক্ষ। এই শান্ত এবং নির্মল পরিবেশ বিশ্রামের জন্য অত্যাবশ্যক। ডাইনিং রুমও রয়েছে তাঁদের জন্য। সেখানে মেলে পুষ্টিকর খাবার। চালকদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ব্যবস্থা। রয়েছে মেডিটেশন রুমও। লোকো পাইলটদের মনকে শিথিল এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি নিরিবিলি স্থান প্রদান করা হয়েছে। এই কক্ষগুলি পাইলটদের মানসিক দৃড়তা বজায় রাখতে সহায়তা করে।
advertisement
এর পর রয়েছে পড়ার ঘরও। ক্রমাগত শেখার ও জানার তৃষ্ণা মেটানোর জন্য বিভিন্ন ধরনের বই এবং পড়ার উপকরণও পাবেন চালকরা। এই কক্ষগুলি লোকো পাইলটদের অবসর সময় বিনোদনমূলক পাঠে নিযুক্ত হওয়ার একটি দুর্দান্ত সুযোগ দেয়।
এ ছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ ছোটখাটো সুবিধা যেমন  গিজার, রিক্লাইনার, ওয়াটার পিউরিফায়ার, লেগ ম্যাসাজ মেশিন এবং জুতো পলিশিং মেশিনও সমস্ত রানিং রুমে রাখা রয়েছে। রেলমন্ত্রকের নির্দেশনায়, ভারতীয় রেল পুরনো নন-এসি লোকোমোটিভগুলিকে আপগ্রেড করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। নতুন লোকোমোটিভগুলির মধ্যে ইতিমধ্যেই এসি এবং টয়লেটের সুবিধা রয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলওয়ে, শ্রী কৌশিক মিত্র বলেছেন, “লোকো পাইলটদের কাজ অত্যন্ত সংবেদনশীল। তাই তাঁদের সঠিক বিশ্রাম এবং মানসিক সুস্থতার জন্য সর্বোত্তম সম্ভাব্য সুবিধা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এই পুনর্নবীকরণগুলি তাঁদের স্বাস্থ্য এবং দক্ষতার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যা শেষ পর্যন্ত আমাদের ট্রেন অপারেশনগুলির সামগ্রিক নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ায়।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail Loco pilot facilities: চালকদের পাশেই আছে রেল! কী কী সুবিধা পান লোকো পাইলটরা?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement