Eastern Railway Bridge Maintenance: নিরাপদ ট্রেন যাত্রা সুনিশ্চিত করতে ব্রিজ রক্ষণাবেক্ষণে জোর শিয়ালদহ শাখায়
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
যাত্রীদের সন্তোষই এখন রেলের অগ্রাধিকার। নিরাপত্তা বজায় রাখতে এবার রক্ষণাবেক্ষণে জোর দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। তাই আসতে চলেছে বড় বদল শিয়ালদহ শাখায়!
কলকাতা: শিয়ালদহ স্টেশন থেকে এক দিকে নামখানা-লক্ষ্মীকান্তপুর-ডায়মন্ডহারবার-বজবজ। আবার একদিকে বনগাঁ-বসিরহাট৷ এক দিকে কৃষ্ণনগর-গেদে৷ অন্যদিকে আবার সুদূর মুর্শিদাবাদ। ব্যস্ততম ডিভিশন শিয়ালদহ জুড়ে কয়েকশো কিলোমিটার রেলের লাইন। এই যাত্রাপথে একাধিক জায়গায় ব্রিজ আছে। গুরুত্বপূর্ণ সেই ব্রিজের রক্ষণাবেক্ষণে জোর রেলের।
শিয়ালদহ ডিভিসনে যাত্রী সন্তুষ্টি ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে ব্রিজ নম্বর ১৭-এর রক্ষণাবেক্ষণ করা হবে। ভাল ভাবে রক্ষণাবেক্ষণের জন্য ব্রিজগুলিতে ট্রেন পরিষেবার অবিচ্ছিন্ন প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের পরিকাঠামো ব্যবস্থাপনায় সেতুর কাঠামোগত সুস্বাস্থ্য নিশ্চিত করা যা পরিষেবা বিঘ্ন ও বিলম্বের ঝুঁকি হ্রাস করে, এবং নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ ট্রেন অপারেশনে সহায়ক।
advertisement
advertisement
সেতুর রক্ষনাবেক্ষনের কাজ একটি অত্যাবশ্যকীয় দিক, যা রেল নেটওয়ার্কের অখণ্ডতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সহায়ক।পূর্ব রেলওয়ে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিভিন্ন রেল সেতুর রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করছে। আধুনিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে, নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
সেই অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-দমদম জংশনের অন্তর্গত ব্রিজ নম্বর ১৭ এর আর.সি.সি. (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) জ্যাকেটিংয়ের মাধ্যমে কলামগুলি সুরক্ষিত করা হয়েছে, যার ফলে কাঠামোর স্থিতিস্থাপকতা এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। এই ব্রিজ টি শিয়ালদহ-দমদম জংশন সেকশনের ৪/৩-৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং মোট ২ x ৯.১৫ মিটার জুড়ে অবস্থিত । এই সেতুটির উপর দিয়ে প্রতিদিন প্রায় ৯৫ টির মতো লোকাল ও এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে।
advertisement
নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এবং ট্রেনের সাছন্দে চলাচলের জন্য সেতুর কাঠামোগত অখণ্ডতা এবং বোঝা বহনের ক্ষমতা বাড়ানোর জন্য অত্যাধুনিক রেট্রোফিটিং কৌশলগুলি প্রয়োগ করা হচ্ছে। পূর্ব রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং যাত্রীদের অসুবিধা দূর করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সঠিক রক্ষনাবেক্ষনের মাধ্যমে সেতুর নিরাপত্তা, উদ্ভাবন, এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রদর্শন করে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 9:32 AM IST