হোম /খবর /দেশ /
ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাংশ ! ছড়াল আতঙ্ক

ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাংশ ! ছড়াল আতঙ্ক

গুয়াহাটি-সহ কেঁপে উঠল অসমের একাংশ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭ ৷

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি:  একে করোনা আতঙ্ক গোটা দেশজুড়েই ৷ রবিবার বেশি রাতে আতঙ্ক আরও বাড়াল ভূমিকম্প ৷ গুয়াহাটি-সহ কেঁপে উঠল অসমের একাংশ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭ ৷

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের তেজপুর ৷ কম্পনের মাত্রা খুব বেশি না হলেও ভালমতোই আতঙ্ক ছড়ায় এদিন অসমের একাংশে ৷ করোনা আতঙ্কে এমনিতেই দিন কাটছে গোটা দেশের ৷ অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভালমতোই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷ তার উপর ভূমিকম্প হলে আতঙ্ক আরও বাড়াটাই স্বাভাবিক ৷  এদিন গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এ দিনের ভূমিকম্পের এপিসেন্টার ছিল অসমের তেজপুর। ভূপৃষ্টের ৩৮ কিমি গভীরে কম্পন সৃষ্টি হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৭।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Assam, Earthquake