#গুয়াহাটি: একে করোনা আতঙ্ক গোটা দেশজুড়েই ৷ রবিবার বেশি রাতে আতঙ্ক আরও বাড়াল ভূমিকম্প ৷ গুয়াহাটি-সহ কেঁপে উঠল অসমের একাংশ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭ ৷
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের তেজপুর ৷ কম্পনের মাত্রা খুব বেশি না হলেও ভালমতোই আতঙ্ক ছড়ায় এদিন অসমের একাংশে ৷ করোনা আতঙ্কে এমনিতেই দিন কাটছে গোটা দেশের ৷ অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভালমতোই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷ তার উপর ভূমিকম্প হলে আতঙ্ক আরও বাড়াটাই স্বাভাবিক ৷ এদিন গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এ দিনের ভূমিকম্পের এপিসেন্টার ছিল অসমের তেজপুর। ভূপৃষ্টের ৩৮ কিমি গভীরে কম্পন সৃষ্টি হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৭।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Earthquake