Earthquake : ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন দার্জিলিং,কার্শিয়াং, শিলিগুড়িতেও...

Last Updated:

Eartthquake : গান্টোকার ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাঝারি মাত্রার ভূমিকম্প (Eartthquake) অনুভূত হয়।

সিকিমে ভুমিকম্প
সিকিমে ভুমিকম্প
#শিলিগুড়ি : রবিবার ৭ নভেম্বর গভীর রাতে ভারতের গান্টোকার ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাঝারি মাত্রার ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। কম্পনের (Earthquake) মাত্রা ছিল ৪.৫। ভারতের সিকিমের পূর্ব জেলা, গান্টোকার কাছে গভীর রাতে একটি খুব অগভীর ৪.৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
ভূমিকম্পটি ৭ নভেম্বর, রবিবার স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটে ৫ কিলোমিটারের খুব অগভীর গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। অগভীর ভূমিকম্পগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় গভীরতর ভূমিকম্পগুলি আরও বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়।
advertisement
advertisement
ভূমিকম্পের সঠিক মাত্রা, কেন্দ্রস্থল এবং গভীরতা পরবর্তী কয়েক ঘন্টা বা মিনিটের মধ্যে পরিবর্তিত হতে পারে কারণ সিসমোলজিস্টরা ডেটা পর্যালোচনা করে এবং তাদের গণনা পরিমার্জন করে, বা অন্যান্য সংস্থা তাদের রিপোর্ট জারি করে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পের (Earthquake) কারণে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে সম্ভবত অনেক মানুষ এটিকে কেন্দ্রস্থলের এলাকায় হালকা কম্পন হিসেবে অনুভব করেছেন। ভূমিকম্পের কেন্দ্র থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত গান্টোকা (পপ. 30,700), কালিম্পং (পপ. 43,000) ৩৭ কিমি দূরে, দার্জিলিং (পপ. 123,800) ৫৮ কিমি দূরে এবং গোয়েরকাটা (66,40 কিলোমিটার দূরে) এই এলাকাগুলিতে দুর্বল কম্পন অনুভূত হতে পারে।
advertisement
উপকেন্দ্রের কাছাকাছি (Earthquake) অন্যান্য শহর বা শহর যেখানে ভূমিকম্পটি খুব দুর্বল কম্পন অনুভূত হতে পারে তার মধ্যে রয়েছে কার্সিয়াং (পপ. 46,400), ভূমিকেন্দ্র থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত, বীরপাড়া (30,000) ৬৮ কিলোমিটার দূরে, শিলিগুড়ি (পপ. 515,600) ৬৯ কিলোমিটার দূরে, জয়গাঁও (পপ. 158,700) ৭১ কিমি দূরে এবং থিম্পু (পপ. 98,700) ৮৭ কিমি দূরে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake : ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন দার্জিলিং,কার্শিয়াং, শিলিগুড়িতেও...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement