মানসাই নদীটি বাংলাদেশে (Bangladesh News) ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে (Bangladesh News) খুব সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। স্থানীয়দের দাবি, তিনবছর আগে অবশ্য মানসাইতে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। আর এবছরও ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে। প্রতীকী ছবি।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একইসঙ্গে এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান মৎস্য বিভাগের কর্মকর্তা। প্রতীকী ছবি।