ভয়াবহ ধুলোঝড়ে রাজস্থান ও উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ১২৭

Last Updated:

রাজস্থান ও উত্তরপ্রেদেশ ভয়াবহ ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৭ ৷ রাজস্থানে ধুলোঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর, ঢোলপুর, আলওয়ার।

#জয়পুর: রাজস্থান ও উত্তরপ্রেদেশ ভয়াবহ ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৭ ৷ রাজস্থানে ধুলোঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর, ঢোলপুর, আলওয়ার। ধুলোঝড়ে বিধ্বস্ত উত্তরপ্রদেশের আগ্রা। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে দুই রাজ্যেই ঝড়ে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বড় বড় গাছ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগের তুলনায় শক্তি বাড়িয়ে আগামী ৪৮ ঘণ্টায় রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ফের আছড়ে পড়তে পারে ধূলিঝড়।
advertisement
যোগী আদিত্যনাথ তড়িঘড়ি ত্রাণকাজ শুরু করে দিতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ঝড়ে আহতদের সব রকমের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
রাজস্থান সরকার নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে ৷ ২ লক্ষ থেকে ৬০,০০০ টাকা পাবেন আহতরা ৷ ।
ঝড়ে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে ৷ ফসলের বিপুল ক্ষতি হয়েছে ৷ গাছ পড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ ধুলোঝড়ে রাজস্থান ও উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ১২৭
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement