করোনা আতঙ্কের মধ্যেই আবহাওয়ায় হঠাৎ বদল, ধুলোয় ঢাকল গোটা দিল্লি, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দিল্লিতে মাঝেমধ্যেই ঝড় বৃষ্টি হবে৷
#দিল্লি: করোনা আতঙ্কে এমনিতেই কাবু দিল্লি৷ তার মধ্যেই রাজধানীর আবহাওয়ায় অদ্ভুত বদল৷ এ দিন সকাল থেকেই প্রচণ্ড ধুলো ঝড়ে ঢেকে যায় শহরের বিভিন্ন এলাকা৷ তার সঙ্গে শুরু হয় বৃষ্টি৷ দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের বিভিন্ন এলাকাতেও একইভাবে ধুলো ঝড় এবং বৃষ্টি হয়েছে৷
ঝড় বৃষ্টির কারণে অবশ্য প্রচণ্ড গরম থেকে মানুষ রেহাই পেয়েছেন৷ আবহাওয়া দফতর আগে থেকেই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল৷ তবে এই ঝড় বৃষ্টিতে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে৷ আগামী ১৫ মে পর্যন্ত দিল্লির আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷
#WATCH Dust storm envelops #Delhi in a sudden change of weather; Visuals from Gazipur area pic.twitter.com/GEot2byafd
— ANI (@ANI) May 10, 2020
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দিল্লিতে মাঝেমধ্যেই ঝড় বৃষ্টি হবে৷ যার ফলে প্রচণ্ড গরমে স্বস্তি পাবেন দিল্লিবাসী৷ এই কয়েকদিন দিল্লির আকাশ মেঘলাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
এমনিতে বছরের এই সময়টায় দিল্লিতে প্রচণ্ড গরম থাকে৷ তবে বদলে যাওয়া পরিস্থিতিতে মাঝমধ্যেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ আগামী কয়েকদিন দিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 1:31 PM IST