করোনা আতঙ্কের মধ্যেই আবহাওয়ায় হঠাৎ বদল, ধুলোয় ঢাকল গোটা দিল্লি, দেখুন ভিডিও

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দিল্লিতে মাঝেমধ্যেই ঝড় বৃষ্টি হবে৷

#দিল্লি: করোনা আতঙ্কে এমনিতেই কাবু দিল্লি৷ তার মধ্যেই রাজধানীর আবহাওয়ায় অদ্ভুত বদল৷ এ দিন সকাল থেকেই প্রচণ্ড ধুলো ঝড়ে ঢেকে যায় শহরের বিভিন্ন এলাকা৷ তার সঙ্গে শুরু হয় বৃষ্টি৷ দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের বিভিন্ন এলাকাতেও একইভাবে ধুলো ঝড় এবং বৃষ্টি হয়েছে৷
ঝড় বৃষ্টির কারণে অবশ্য প্রচণ্ড গরম থেকে মানুষ রেহাই পেয়েছেন৷ আবহাওয়া দফতর আগে থেকেই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল৷ তবে এই ঝড় বৃষ্টিতে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে৷ আগামী ১৫ মে পর্যন্ত দিল্লির আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দিল্লিতে মাঝেমধ্যেই ঝড় বৃষ্টি হবে৷ যার ফলে প্রচণ্ড গরমে স্বস্তি পাবেন দিল্লিবাসী৷ এই কয়েকদিন দিল্লির আকাশ মেঘলাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
এমনিতে বছরের এই সময়টায় দিল্লিতে প্রচণ্ড গরম থাকে৷ তবে বদলে যাওয়া পরিস্থিতিতে মাঝমধ্যেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ আগামী কয়েকদিন দিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা আতঙ্কের মধ্যেই আবহাওয়ায় হঠাৎ বদল, ধুলোয় ঢাকল গোটা দিল্লি, দেখুন ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement