Kedarnath: কেদারনাথ যাওয়ার পথে জাতীয় সড়কেই জরুরি অবতরণ! বরাত জোরে বাঁচলেন কপ্টারের ৬ পুণ্যার্থী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কেদারনাথ যাওয়ার পথে বিপত্তি। ছয়জন পুণ্যার্থী কেদারনাথ যাওয়ার পথে জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। শনিবার, গুপ্তকাশির জাতীয় সড়কে অবতরণ করে ওই হেলিকপ্টার। কপ্টারে থাকা প্রত্যেক যাত্রীই সুস্থ আছেন বলে খবর।
দেরাদুন: কেদারনাথ যাওয়ার পথে বিপত্তি। ছয়জন পুণ্যার্থী কেদারনাথ যাওয়ার পথে জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। শনিবার, গুপ্তকাশির জাতীয় সড়কে অবতরণ করে ওই হেলিকপ্টার। কপ্টারে থাকা প্রত্যেক যাত্রীই সুস্থ আছেন বলে খবর।
প্রশাসন সূত্রের খবর, ওই হেলিকপ্টার কেসট্রোল এভিয়েশন দ্বারা পরিচালিত। আজ দুপুর ১২টা ৫২-তে বাদাসাউ (সেরসি) হেলিপ্য্যড থেকে উড়ান শুরু করে এই কপ্টারটি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর বা ডিজিসিএ-এর পক্ষ থেকে জাননাো হয়, ‘এডবলু১১৯ হেলিকপ্টার’ টেকঅফ করার পরেই যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়। বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হয় বলে জানান বিমানের পাইলট।
advertisement
advertisement
এরপরেই পাইলট আরপিএস সোধি হেলিপ্যাডের ঠিক নিচেই থাকা জাতীয় সড়কে কপ্টারটি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপরেই তড়িঘড়ি সেখানেই অবতরণ করা হয়। পুণ্যার্থীদের প্রত্যেককেই অক্ষত অবস্থায় উদ্ধার হলেও আঘাত পেয়েছেন ওই কপ্টারের পাইলট। তিনি কোমরে চোট পেয়েছেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
এই ঘটনার জেরে উড়ান ব্যবস্থায় কোনও প্রভাব পড়ে নি জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ)-এর পক্ষ থেকে জানানো হয়, হেলিপ্যাডে উড়ান ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুই নিখোঁজ পর্যটককে উদ্ধার করেন। দুইজনই ছোটি লিঞ্ছোলি এলাকা থেকে ফেরার পথে পথ হারিয়ে দুই ধর্মবীর (২৮) এবং শৈলী সিং (২৭) পাথুরে রাস্তায় পথ হারিয়ে নদীর ধারে আটকে পড়েন। রুদ্রপ্রয়াগ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে সার্চ অপারেশন চালিয়ে উদ্ধার করা হয় দুইজনকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 4:17 PM IST