• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মডেল থেকে দুর্গার সাজ ও মণ্ডপসজ্জা সবই খড়ের

মডেল থেকে দুর্গার সাজ ও মণ্ডপসজ্জা সবই খড়ের

Artist Samarendra Mishra making Durga Idol

Artist Samarendra Mishra making Durga Idol

চল্লিশ বছরের গবেষণা। সহজলভ্য খড় আজ তাঁর হাতের ছোঁয়ায় রীতিমত শিল্প।

 • Share this:

  #বাঁকুড়া: চল্লিশ বছরের গবেষণা। সহজলভ্য খড় আজ তাঁর হাতের ছোঁয়ায় রীতিমত শিল্প। কখনও মডেল। কখনও দুর্গার নজরকাড়া সাজ। কখনও আবার মণ্ডপের ব্যতিক্রমী নকশা। নানা ডিজাইন। নানা প্রাকৃতিক রঙ। খড় নিয়ে নানা কারিকুরি বাঁকুড়ার শিল্পী সমরেন্দ্র মিশ্রের।

  বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম। প্রান্তিক এই গ্রামেই থাকেন সমরেন্দ্র মিশ্র। ছোট থেকেই হাতের কাজে উৎসাহ। গ্রামের পথেঘাটে সহজে পাওয়া খড় ছিল তাঁর সাবজেক্ট। খড়কে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে শুরু হয় গবেষণা। হাতে -কলমে। খড় সংগ্রাহ। বিভিন্ন ঝতুতে সিজনিং । তাতেই খড়ে আসে প্রাকৃতিক রঙ। তারপর সেই খড়কে ইলেকট্রিক আয়রন করে কাগজের মত ফর্ম দেওয়া হয়। সেগুলি দিয়েই চলে সমর মিশ্রের শিল্পকর্ম।

  বিভিন্ন মডেল থেকে মণ্ডপ সাজানো। সবেতেই ডাক পড়ে শিল্পীর । সারা বছরই ব্যস্ততা। পুজোর আগে তা দ্বিগুণ বেড়ে যায়। কাজে হাত লাগান তাঁর পরিবারও। নিজের শিল্পকর্মে যুক্ত করেছেন উৎসাহী পড়ুয়াদেরও। সকলে মিলে নানা রঙের খড়, আঠা, কাগজ , কাপড়ের উপর চিটিয়ে প্রয়োজনীয় কাটিং করে শিল্পীকে সাহায্য করেন তাঁরা।

  বোলপুর, বাঁকুড়া, কলকাতা ছড়া রাঁচি, বোকারো, ধানবাদ, মুম্বই। ধীরে ধীরে ছড়াচ্ছে নাম। মালিয়াড়া থেকে দিকে দিকে যাচ্ছে খড়ের প্রতিমা। মিলছে স্বীকৃতি। অবসর বলে কিছু নেই। বিশ্বকবির শহর বোলপুরে এবার খড়ের দুর্গার বরাত। শিল্পীর ঘরে এখন যুদ্ধকালীন তৎপরতা। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট

  First published: